‘জনগনের অর্থ লুন্টন করতেই সরকারের উন্নয়ন গল্প’


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 11-01-2023

‘জনগনের অর্থ লুন্টন করতেই সরকারের উন্নয়ন গল্প’

জনগনের অর্থ লুন্টন করতেই সরকারের উন্নয়ন গল্প বলছে বলে মন্তব্য করেছেন মোস্তফা মহসীন মন্টু। বুধবার সরকার পতনের যুগপত আন্দোলনে দলের গণঅবস্থান কর্মসূচিতে গণফোরামের সভাপতি এই মন্তব্য করেন।


তিনি বলেন, ‘‘ এই সরকারের উন্নয়নের গল্প জনগনের অর্থ লুটপাট করার জন্য, জনগনের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নয়। আজকে খুব কষ্টের সাথে বলতে হচ্ছে, এই গণঅবস্থান কর্মসূচি আমরা করছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। এই গণতন্ত্র কারা দেশ থেকে নিশ্চিত করেছে? যারা ২০১৪ সাল ও ২০১৮ সালে জনগনের ভোটাধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে।”


এরকম সরকার পতনে সকল দেশপ্রেমিক, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তা নামার আহবান জানান মন্টু।


 


দলের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘‘ এই সরকার গণবিচ্ছিন্ন সরকার। ওরা দেশকে দেউলিয়া করে ফেলেছে। এদেরকে সরাতে না পারলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি।”

আরামবাগে হোটেল ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কের ফুটপাতে সকাল ১১ টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি হয়। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি গণফোরামে বিএনপিসহ বিভিন্ন জোটের সাথে যুগপতভাবে এই কর্মসূচি করছে।



মন্টুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে গণফোরামের নির্বাহী সভাপতি  জগলুল হায়দার আফ্রিক, সভাপতি পরিষদের সদস্য মহিউদ্দিন আবদুল কাদের, খান সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় নেতা আইয়ুব খান ফারুক, মুহাম্মদ ইয়াজদানি প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)