মির্জা ফখরুলের সাথে গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দের সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 14-01-2023

মির্জা ফখরুলের সাথে গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ। আজ দুপুরে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান আন্দোলন নিয়ে মতবিনিময় করেন।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) সাধারণ সম্পাদক-কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক-সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এস.ডি.পি) আহবায়ক-আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পি.ডি.পি) মহাসচিব-হারুন আল রশীদ খাঁন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)