ভাবগম্ভীর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিয়ানীবাজার সমিতির ইফতার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 14-04-2022

ভাবগম্ভীর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিয়ানীবাজার সমিতির ইফতার

 ধর্মীয় উদ্দীপনা, ভাবগম্ভীর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গত ১০ মার্চ ওজন পার্কের দেশি  সিনিয়র সেন্টারে বিয়ানীবাজার  সামাজিক সামাজিক ও সাংস্কৃতিক সমিতির  ইফতার  মাহফিল অনুষ্ঠিত  হয়। মাহফিলে  দোয়া  পরিচালনা  করেন মওলানা রফিক উদ্দীন। এর  আগে  সকলের  প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা  করেন  সেক্রেটারি নাজমুল হক মাহবুব। বিগত  ২ বছর মহামারী পেনডামিকের কারণে সমিতির  সব অনুষ্ঠান করা সম্ভব হয়নি। জীবন যাত্রা  ধীরে  ধীরে স্বাভাবিক জীবনে  ফিরে আসে। যে কারণে প্রবাসের  অন্যতম আঞ্চলিক সামাজিক সংগঠন বিয়ানীবাজার সমিতির নির্বাচিত মান্নান-মাহবুবের নেতৃত্বে কার্যকরি পরিষদ ইফতারের আয়োজন করে। ইফতার পার্টিতে স্বতঃস্ফ‚র্তভাবে  বিয়ানীবাজারের বাইরের নেতৃস্থানীয় ব্যক্তিরা  উপস্থিত থেকে ইফতার পার্টিকে সাফল্যের  শিখরে  নিয়ে যাওয়া হয়।

শুধু তাই  নয়, বিগত  নির্বাচনে  মান্নান-মাহবুব প্যানেলের  প্রতিদ্ব›িদ্বতাকারী  সভাপতি পদ প্রার্থী মিছবাহ আহমদ ও সেক্রেটারী পদ প্রার্থী রেজাউল আলম অপু, সেই প্যানেলের অন্যতম নীতিনির্ধারক আমিনুল হোসেনসহ অনেক  সমর্থক  উপস্থিত থেকে বিয়ানীবাজার সমিতি  এক  ও অভিন্ন সে  অকাট্য  প্রমাণ হয়েছে। ইফতার পার্টিতে  কানায় কানায় হল ভর্তি ছিল উপস্থিতির। 


বিয়ানীবাজার সমিতির ইফতারে অংশগ্রহণকারীরা

অত্যন্ত  সুন্দর ও শান্তিপূর্ণভাবে  ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, আব্দুর রশিদ, প্রফেসর হাওলাদার, জাকির হোসেন, রানু নেওয়াজ, জাহিদ খান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সেক্রেটারি মিজানুর রহমান চৌধুরী শেফাজ, কোষাধ্য মইনুল হোসেন, মইনুজ্জামান চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল হোসেন খান, বদরুন নাহার খান মিতা, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, মাসুদুল হক ছানু, মোস্তফা কামাল, বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা মহিউদ্দিন আহমদ, সমিতির বর্তমান উপদেষ্টা আহমদ এ হাকিম, বুরহান উদ্দীন কপিল, সিরাজ উদ্দীন আহমদ। জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, গেøাবাল এয়ার ট্রাভেল্সের মোহাম্মদ আলীম, সাবেক ছাত্রনেতা ছালেহ আমদ মনিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল হক, শামসুল আবদীন, নাসির উদ্দিন, সাবেক ছাত্রনেতা ছালেহ আহমদ মনিয়া, দুবাগ  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, কমিউনিটি ব্যক্তিত্ব গহর  চৌধুরী কিনু, বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাধারণ সম্পাদক রশীদ রানা, ওসমানী স্মৃতি সংসদের একাংশের সভাপতি নজমুল হক চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাক, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা ছদরুন নুর, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহŸায়ক আব্দুন নূর ভ‚ইয়া, কয়সর আহমদ, ডা. মাহফুজুর রহমান,  ওজনপার্কের সোনার বাংলা  মাল্টি সার্ভিসের  স্বত্বাধিকারি  সারওয়ার  হোসেন, আতিকুল হক আহাদ, ডি এইচ কেয়রের সি ই ও আব্দুন নূর।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)