শুধুমাত্র বয়স্ক মানুষ নয় শিশুরাও পাচ্ছে সোশ্যাল সিকিউরিটি চেক


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 18-01-2023

শুধুমাত্র বয়স্ক মানুষ নয় শিশুরাও পাচ্ছে সোশ্যাল সিকিউরিটি চেক

সোস্যাল সিকিউরিটি যে শুধুমাত্র বয়স্ক মানুষদের জন্য নয় তা অনেকের জানা নেই। অথচ এই কর্মসূচির অন্তর্ভুক্ত শিশু কিশোররাও। যুক্তরাষ্ট্রে ১৮ বছরের নিচে প্রায় চার মিলিয়ন অর্থাৎ ৪০ লক্ষ শিশু প্রতি মাসে সোস্যাল সিকিউরিটির চেক পাচ্ছে। এদের পিতামাতা অবসপ্রাপ্ত, মৃত অথবা কাজ কর্ম করতে অক্ষম।

সোস্যাল সিকিউরিটি এডমিনিস্ট্রেশনের মতে প্রয়োজন অনুসারে এই সুবিধাদি প্রাপ্ত পরিবারগুলোর ভবিষ্যতের স্থায়িত্ব নিশ্চিত করতে সহায়ক।

অবসরপ্রাপ্ত কর্মীদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানরা গড়ে মাসে ৭৮৮ ডলার, মৃতদের সন্তানরা মাসে ৯৮১ ডলার এবং কর্ম করতে অক্ষমদের সন্তান মাসে ৪৩২ ডলার পেয়ে থাকে।

শিশু কিশোরদের এই বেনিফিট অর্জনের যোগ্যতা সম্পর্কে টিম হিউইনসের লিড ফাইন্যানশিয়াল এডভাইজার ফিলিপ হেরজবার্গ বলেন, তাদের পিতামাতাকে অবশ্যক অবসরপ্রাপ্ত অথবা কাজ কর্ম করতে অক্ষম (ডিজএবল) হতে হবে এবং যারা দীর্ঘ সময় ধরে কাজ করার পর সোস্যাল সিকিউরিটির ট্যাক্স প্রদান করেছেন। এছাড়া দীর্ঘ দিন যাবৎ কর্মরত থাকার সময় যারা গেছেন এবং সেই কর্মকালীন সময় নিয়ম মোতাবেক তারা সোস্যাল সিকিউরিটির ট্যাক্স দিয়েছেন। তিনি আরো বলেন, সোস্যাল সিকিউরিটি বেনিফিট পেতে হলে আপনার সন্তানকে অবশ্যই অবিবাহিত এবং ১৮ বছরের নিচে হতে হবে। তবে ফুল টাইম হাই স্কুল বা এলিমেন্টারি স্কুলের ছাত্রছাত্রীর জন্য বয়স সময় ১৯ পর্যন্ত। কাজকর্ম করতে অক্ষম শিশুদের জন্য বয়স সীমা ২২ পর্যন্ত। এর পর থেকে তারা নিয়মানুযায়ী বেনিফিট পাবেন। বেনিফিটের অধিকারি শিশুরা আপনার ন্যাচারাল চাইল্ড, এডাপডেট চাইল্ড বা স্টেপ চাইল্ড হতে পারে। হেরজবার্গ আরো বলেন, নানা- নানী ও দাদা- দাদীর ডিপেনডেন্ট শিশুও বেনিফিট পাবেন যদি তাদের পিতা মাতা মৃত অথবা কাজ কর্ম করতে অক্ষম (ডিজেবলড) হন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)