২৩ জানুয়ারি থেকে ট্যাক্স রিটার্ন শুরু


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 18-01-2023

২৩ জানুয়ারি থেকে ট্যাক্স রিটার্ন শুরু

ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) আগামী ২৩ জানুয়ারি সোমবার থেকে ২০২২ সালের ট্যাক্স রিটার্ন ফাইলিং ও প্রসেসিং শুরু করবে। গত ১২ জানুয়ারি আইআরএস-এর ২০২৩ কর মৌসুমের শুরু হিসেবে ঘোষণা দিয়েছে। এ বছর ১৬৮ মিলিয়নের বেশি ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন দাখিল করা হবে বলে আইআরএস আশা করে। ব্যক্তিগত আয়কর রিটার্ন ১৮ এপ্রিল পর্যন্ত। এ মৌসুমে কোন জরিমানা ছাড়া ২০২২ সালের ব্যক্তিগত ট্যাক্স ফাইল করা যাবে। তবে প্রয়োজনে আবেদন করে ৬ মাসের সময় বর্ধিত করা যাবে। এতে আবেদনকারীদের বর্ধিত সময়ের জন্য পেমেন্ট এমাউন্টের উপর সুদ দিতে হবে। যারা এক্সটেনশনের জন্য আবেদন করবেন তারা সোমবার ১৬ অক্টোবর ২০২৩ পর্যন্ত ফাইল করতে পারেন। 

আইআরএস আশা করে বেশিরভাগ করদাতা ইলেকট্রনিকভাবে রিটার্ন ফাইল করার ২১ দিনের মধ্যে তাদের রিফান্ড ফেরত পাবেন, যদি তারা ডিরেক্ট ডিপোজিট বেছে নেন।

এ বছর সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট কোন শিশু ছাড়া সর্বোচ্চ ৫৬০ ডলার, এক শিশুর জন্য সর্বোচ্চ ৩,৭৩৩ ডলার, ২ শিশুর জন্য সর্বোচ্চ ৬,১৬৪ ডলার, তিন বা বেশি শিশুর জন্য ৬,৯৩৫ ডলার। এক্ষেত্রে বিনিয়োগ আয় সীমা যেমন ইন্টারেস্ট, স্টক মার্কেট আয় এবং অন্যান্য বিনিয়োগ আয় ১০,৩০০ বা তার কম থাকতে হবে। এ বছর চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে ২ হাজার ডলার। 

গত তিন বছর কর মৌসুম মহামারি দ্বারা আক্রান্ত বা প্রভাবিত হওয়ার কারণে এ বছর আইআরএস করদাতাদের জন্য সেবা উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত আগস্ট মাসে কংগ্রেস অনুমোদিত মুদ্রাস্ফীতি হ্রাস আইনের অংশ হিসেবে আইআরএস ৫ হাজারের বেশি নতুন টেলিফোন সহায়ক নিয়োগ দিয়েছে। তার সাথে করদাতাদের সহায়তা করার জন্য আরও ব্যক্তিগত কর্মি নিয়োগ দিয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)