লিবার্টি রেনোভেশনের ইফতার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 14-04-2022

লিবার্টি রেনোভেশনের ইফতার

আবাসন ভুবনে মানুষের স্বপ্ন পূরণের সিঁড়ি হচ্ছে লিবার্টি রেনোভেশন। মোহাম্মদ এ আজাদ বাংলাদেশি কমিউনিটিকে সেবা প্রদানের লক্ষ্যে ২০০১ সালে প্রতিষ্ঠা করেছিলেন এই প্রতিষ্ঠান। লিবার্টি রেনোভেশনের সেøাগানই ছিল- বাজেটের মধ্যে আপনার স্বপ্নের বাড়ি ইনডোর এবং আউট ডোর সংস্কার, পুনর্নির্মাণ ও বাস্তবায়নে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। যে কোনো আয়তনের কিচেন, বাথরুম, ফ্যামিলি রুম ও অফিসসহ সম্পূর্ণ বাড়ির সংস্কার করা হয়। আপনার স্বপ্ন পূরণে লিবার্টি রেনোভেশন বদ্ধপরিকর। হাঁটি হাঁটি পা পা করে লিবার্ট রেনোভেশন কমিউনিটিতে একটি জায়গা করে নিয়েছে এবং ইতিমধ্যেই মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেই লিবার্টি রেনোভেশনের উদ্যোগে গত ১০ এপ্রিল উডসাইডের গুলশান টেরেসে ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টিতে ব্যবসায়ী এবং প্রবাসের বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য লোকজন অংশগ্রহণ করেন। ইফতার পার্টিতে সংক্ষিপ্ত আলোচনা করেন লিবার্টি রেনোভেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ এ আজাদ এবং শিল্পী রোকসানা মির্জা।


বক্তব্য রাখছেন রোকসানা মির্জা

মোহাম্মদ এ আজাদ তার বক্তব্যে ইফতার পার্টিতে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং অনুষ্ঠানকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনারা আমার প্রতি এবং আমার স্ত্রী রোকসানা মির্জার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন তা কোনোদিন ভোলার মতো নয়। তিনি বলেন, আপনারা আমাকে কৃতজ্ঞ করেছেন।


ইফতারের উপস্থিতির একাংশ


ইফতারের উপস্থিতির একাংশ

শিল্পী রোকসানা মির্জাও সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ইফতার পার্টি সকল এবং স্বার্থক করার জন্য।


ইফতারের উপস্থিতির একাংশ

ইফতার পার্টিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হারুণ ভুইয়া, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আলম নমি, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, এ এফ মিসবাহউজ্জামান, রীনা সাহা, শিল্পী শামীম সিদ্দিকী, শাহ মাহবুব, চন্দ্র রায়, হাজী আবু তাহের, জেবিবিএ’র সহ-সভাপতি হাসান জিলানী, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মওলানা ফখরুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি আমিন খান জাকির, আসিফ চৌধুরী, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, মোহাম্মদ পলাশ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মওলানা কাজী কাইয়্যুম।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)