বাংলাদেশ ডে প্যারেড নিয়ে মতবিনিময় সভা


দেশ রিপোর্ট: , আপডেট করা হয়েছে : 18-01-2023

বাংলাদেশ ডে প্যারেড নিয়ে মতবিনিময় সভা

 মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং ৭১-এর রণাঙ্গনের শহিদদের প্রতি শ্রদ্ধাসহ ৩০ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা, সেই সকল বীরের প্রতি শ্রদ্ধাসহ জাতীয় পতাকা বাংলা ভাষা ও সংস্কৃতি বাউল গান আমাদের জাতীয় ফল, ফুলসহ শোভাযাত্রার ১ম বারের মতো উদ্যাপিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের উদ্যোগে বাংলাদেশ প্যারেড।


উপস্থিত নেতৃবৃন্দ

বাংলাদেশ প্যারেড ডে’তে বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা নিয়ে শত শিল্পীর কণ্ঠে আমেরিকায় কুইন্সের আকাশ বাতাস আলোড়িত হবে। এই উদ্যোগকে সাফল্যমÐিত করার জন্য গত ৬ জানুয়ারি জ্যাকসন হাইটস্থ মুন লাইট পার্টি সেন্টারে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেনসংগঠনের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাঈদ।


বক্তব্য রাখছেন পুলিশ অফিসার তাহেরী

অনুষ্ঠান পরিচালনা ও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সুবাহান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ডে প্যারেডের আহŸায়ক নুরুজ্জামান সরদার, সদস্য সচিব জাহাঙ্গীর আলম জয়। বক্তব্য রাখেন ১১৫নং প্রিসেন্টের প্রধান কর্মকর্তা জামিন আল তাহেরী। কমিউনিটি মেয়রের ডিটেকটিভ মিয়াকং মাইক, আরো বক্তব্য রাখেন আসেফ বারী টুটুল, জেবিবিএর সাধারণ সম্পাদক ও সিটি মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, জেবিবিএ’র সাধারণ সম্পাদক তারিক হাসান খান, জেবিবিএ’র উপদেষ্টা মহসীন ননী, শিল্পকলা একাডেমির প্রেসিডেন্ট মনিকা রায়, ডা. নার্গিস আহম্মেদ, বাবলী হক, এইচ এম ইকবাল, মাসুদ সিরাজী, মো. সংগ্রাম, ড. রফিকুল ইসলাম প্রমুখ।

সর্বসম্মতিক্রমে আগামী গ্রীষ্মে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্টের নেতৃত্বে বাংলাদেশি কমিউনিটির সার্বিক সহযোগিতায় ঐতিহাসিক অনুষ্ঠানকে সাফল্যমÐিত করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)