আবদুস সালাম ও শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিনে মুক্তি


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 18-01-2023

আবদুস সালাম ও শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিনে মুক্তি

মহানগর দক্ষিন বিএনপির সভাপতি আবদুস সালাম ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি উচ্চ আদালতের জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টায় কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। মহানগর দক্ষিনের নেতা-কর্মী কারাফটকে আবদুস সালাম ও শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানায়।

গত সোমবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নূরউদ্দিন হাইকোর্ট বেঞ্চ আবদুস সালাম ও এ্যানিকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে কেনো তাদের স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে আগামী চার সাপ্তাহের মধ্যে রুল জারি করেন আদালত।


গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ও স্থান নির্ধারণ নিয়ে উতকন্ঠা- উত্তেজনার মধ্যে ৭ ডিসেম্বর নয়া পল্টনে জমায়েত হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে একজনের মৃত্যু ও শতাধিক আহত হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা ছোড়া হয়েছে অভিযোগ তুলে তখন ওই কার্যালয়ের ভেতরে অভিযান চালায় পুলিশ, গ্রেপ্তার করা হয় আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ কয়েকশ নেতা-কর্মীকে। এই সংঘর্ষের ঘটনায় পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও রমনা থানায় চারটি মামলা করে পুলিশ। সব মিলিয়ে প্রায় তিন হাজার নেতকর্মীকে আসামি করা হয় সেসব মামলায়।


পুলিশি অভিযানের আগে কার্যালয়ের সামনে থেকে গ্র্রেফতার করে শহিদউদ্দিন চৌধুরী এ্যানিকে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)