চট্টগ্রাম সমিতির জমজমাট ইফতার মাহফিল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 14-04-2022

চট্টগ্রাম সমিতির জমজমাট ইফতার মাহফিল

প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার (চট্টগ্রাম সমিতি) জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল ব্রæকলিনের রাঁধুনী রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে। সংগঠনের সভাপতি মনির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ও অহবায়ক আরিফুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক বেলাল মসজিদের ইমাম ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারি। ইফতার মাহফিলে ওয়াজ ও বিশেষ দোয়া পরিচালনা করেন ড. মুফতি সৈয়দ আনসারুল করিম। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী বø্যাক ডায়মণ্ড হিসেবে পরিচিত শিল্পী বেবী নাজনীন,  সংগঠনের সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হিাসেন আজম, সৈয়দ এম রেজা, গোলাম সামদানী, জসিম ভুঁইয়া, ফিরোজ আহমদ, মুর্শেদ রিজভী চৌধুরী, মিজানুর রহমান জাহাঙ্গীর, নির্বাচন কমিশনের সদস্য আবু তালেব চৌধুরী চান্দু, প্রধান নির্বাচন কমিশনার হাসান চৌধুরীর, মাকসুদ চৌধুরী, আবু তাহের, মাসুদ সিরাজি, মীর কাদের রাসেল, রবিউল ইসলাম, আইয়ুব আনসারী, মহিম উদ্দীন, মোহাম্মেদ হোসেন, হারুনুর রশিদ প্রমুখ।

ইফতার মাহফিলে করোনা থেকে মুক্তি এবং সারা বিশ্ব জাহানের সুখ-শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়াও রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করা হয়। ইফতার মাহফিলে চট্টগ্রামবাসীর উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। যে কারণে স্থান সংকুলান না হওয়ায় অনেককেই দাঁড়িয়ে থেকে ইফতার করতে দেখা যায়। যোগ্য নেতৃত্ব সব সময় মানুষের মনে থাকে এবং মানুষের মান জয় করে নেয়। যে কারণে সভাপতি মনির আহমদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে যে কোন অনুষ্ঠানেই চট্টগ্রামবাসীর সরব উপস্থিতি থাকে। যা পরিক্ষিত হয় ইফতার মাহফিলেও।


চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিলে উপস্থিতির একাংশ

ইফতার মাহফিল উপলক্ষে একটি আহ্বায়ক কমিটি করা হয়। কমিটির আহ্বায়ক ছিলেন মোহাম্মদ আরিফুল ইসলাম, সদস্য সচিব ছিলেন রবিউল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ছিলেন আইয়ুব আলী, যুগ্ম সদস্য সচিব ছিলেন মোহাম্মদ হোসেন। এ ছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মাসুদ হোসেন সিরাজি, আলী নূর, আবুল কাশেম, মহিউদ্দিন চৌধুরী খোকন, ইকবাল হোসেন, শফিউল আলম, এনামুল হক, মোহাম্মদ ইলিয়াস, ইকবাল হায়দার, মোহাম্মদ আবু তাহের, মীর কাদের রাসেল, পরিমাল কান্তি নাথ, মোহাম্মদ হারুনুর রশিদ, মহি উদ্দিন, মাকসুদুল হক চৌধুরী।

অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সকলকে ধন্যবাদ জানান সভাপতি মনির আহমদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)