গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ‘গণবিরোধী’ - বিএনপি


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 19-01-2023

গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ‘গণবিরোধী’ - বিএনপি

গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারের সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ বলেছে বিএনপি। বুধবার রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের এই সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘‘বিদ্যুতের মূল্য বৃদ্ধির পর এবার গ্যাসের মূল্য প্রায় ৩ গুণ বৃদ্ধি-সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ।

গ্যাসের মূল্য বৃদ্ধি করে চরম দূর্ভোগে থাকা জনগণকে সরকার সীমাহীন দূর্ভোগের মধ্যে ঠেলে দিয়েছে। সরকার নির্বাচিত নয় বলে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। মানুষের  পকেট কাটতে এবং একটি গোষ্ঠীকে সুবিধা দিতে অবৈধ সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে।”

অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব।

বুধবার সরকার এক নির্বাহী আদেশে গ্যাসের মূল্য্য বৃদ্ধি করে। বিদ্যুতের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে দেখা যায়, বৃহত শিল্প খাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১ টাকা ৯৮ পয়সা থেকে প্রায় তিন গুন বেড়ে ৩০ টাকা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘‘ গ্যাসের মূল্য বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের অনুরোধ উপেক্ষা করে একতরফা গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সবকিছুতেই এর প্রভাব পড়বে। এমনিতেই গ্যাসের সংকট চরমে। কলকারখানা এমনকি বাসা বাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নেই। গ্যাস সংকটে বাসা বাড়ির চুলা জ্বলছে না।কলকারখানার উতপাদনও ক্রমাগত হ্রাস পাচ্ছে। এমন অসহনীয় পরিস্থিতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে শিল্প কারখানা ঝুঁকির মধ্যে পড়বে। জনগণের জীবন যাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে।”

বিবৃতিতে তিনি বলেন, ‘‘ গত ৪ দিন আগে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পর এখন বৃহত, মাঝারী, ক্ষুদ্রকুটির শিল্প, বিদ্যুত কেন্দ্র এমনকি হোটেল রেস্তোরা খাতে গ্যাসের মূল্য ২ থেকে ৩ গুণ বৃদ্ধির ফলে প্রতিটি পণ্য ও খাদ্যের দাম আবারও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে।”



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)