অ্যাসাইলাম প্রার্থীরা অনলাইনে ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 25-01-2023

অ্যাসাইলাম প্রার্থীরা অনলাইনে ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন

ইউএস সিটিজেন এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ওয়ার্ক পারমিটের আবেদন আই-৭৬৫ অন লাইনে গ্রহণ করছে। গত ২৩ জানুয়ারি ইউ এস সিটিজেন ও ইমিগ্রেশন সার্ভিসেস ফর্ম আই ৫৮৯ অর্থাৎ অ্যাসাইলামের ও এদেশ থেকে বিতাড়ন স্থগিত রাখার জন্য আবেদনকারীরা অন লাইনে আই-৭৬৫ এর আবেদন পাঠাতে পারেন। (সি) (৮) ক্যাটাগরির আওতায় বিচারাধীন আশ্রয় প্রার্থীদের আবেদন ও  এদেশে থেকে বিতাড়ন স্থগিত রাখার জন্য আশ্রয়প্রার্থীদের আবেদনকারীরা এবিসি সেটেলমেন্টের চুক্তির আওতায় ফর্ম আই-৭৬৫ এর মাধ্যমে ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারেন। সেক্ষেত্রে মূল আবেদনের ফর্ম আই-৫৮৯ অর্থাৎ অ্যাসাইলাম ও এদেশ থেকে বিতাড়ন স্থগিত রাখার আবেদনের ১৫০ দিন পর ওয়ার্ক পারমিটের আবেদন করতে হবে। প্রসেসিং প্রক্রিয়াকরণের সময় কমাতে প্রযুক্তিগত সমাধান ও দক্ষতা কাজে লাগাতে অন লাইনে ফর্ম আই-৭৬৫ প্রসেসিং এর মাধ্যমে আবেদনকারীদের জন্য সুরক্ষিত ও সুবিধাজনক করে তুলবে বলে ইউএস সিটিজেন এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস আশা করে। 

অনলাইনে ফর্ম- আই-৭৬৫ ফাইল করতে আবেদনকারীদের প্রথমে একটি ইউএস সিটিজেন এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর অন লাইন অ্যাকাউন্ট করতে হবে। নতুন একাউন্ট করতে my.uscis.gov-এ যেতে হবে। একাউন্ট করতে আবেদনকারীদের কোন ফি দিতে হবে না। এটি সম্পূর্ণ নিরাপদ। আশ্রয়প্রার্থীরা পূর্বে অনলাইনে যে কোন ইউএসসিএস ফর্ম জমা দিয়ে থাকলে সেক্ষেত্রে বিদ্যমান ইউএস সিটিজেন এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস অন লাইন একাউন্ট ব্যবহার করতে পারেন। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)