সংখ্যালঘু সম্প্রদায়কে মুলা ঝুলিয়ে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে না


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 25-01-2023

সংখ্যালঘু সম্প্রদায়কে মুলা ঝুলিয়ে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে না

সংখ্যালঘু সম্প্রদায়কে আওয়ামী লীগের দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি  বাস্তবায়নের দাবি জানিয়ে বাংলাদেশ হিন্দু পরিষদ নেতৃবৃন্দ বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায় জানে, কীভাবে দাবি বাস্তবায়ন করতে হয়। গত শুক্রবার সকালে রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে আন্তর্জাতিক হিন্দু সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নেতারা। এতে তারা সংখ্যালঘু সুরক্ষা আইন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়নসহ সংখ্যালঘু সম্প্রদায়কে আওয়ামী লীগের দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ। তারা বলছে, সংখ্যালঘু সম্প্রদায় আর কোনো রাজনৈতিক দলের বলির পাঁঠা বা ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হবে না। 

হিন্দু পরিষদের মুখপাত্র সুমন কুমার রায় বলেন, সংখ্যালঘু সম্প্রদায় আজকে সজাগ। তাদের মূলা ঝুলিয়ে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে না। সম্মেলনের মাধ্যমে আমরা বলতে চাই, সংখ্যালঘু সম্প্রদায় আর কোনো রাজনৈতিক দলের বলির পাঠা হিসেবে, ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হবে না। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায় সব রকম বৈষম্যরোধে এবং রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায়ে ভবিষ্যতে শুধু ঘরোয়া নয়, রাজপথেও ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে তারা।

এতে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা ইসকনের (ফুড ফর লাইফ) পরিচালক  রূপানুগ গৌর দাস ব্রহ্মচারী বলেন, আমরা কঠিন পরিস্থিতির মধ্যে সময় কাটাচ্ছি। ১৯৪৮ সালের পর থেকে হিন্দু সম্প্রদায়কে উৎপাটনের জন্য যে চক্রান্ত চলছে, তা আজো বন্ধ হয়নি। নীরবে আমাদের শ্বাসরুদ্ধ করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু পরিষদ আন্তর্জাতিক কমিটির (আমেরিকা) সভাপতি সত্যব্রত কর। সকালে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন ও নামসংকীর্তনের মাধ্যমে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিভাগীয়, জেলা, উপজেলাসহ আন্তর্জাতিক পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি ও বিশাল আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি উদযাপিত হয়। 

সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক হিন্দু সম্মেলন ২০২৩’ এর সভাপতিত্ব করেন হিন্দু পরিষদ আন্তর্জাতিক কমিটির সভাপতি সত্যব্রত কর। অনুষ্ঠানে অনুষ্ঠানের উদ্বোধক এস. কে. শিকদার, সভাপতি গণআজাদী লীগ; বিশেষ অতিথি শ্রী রূপানুগ গৌর দাস ব্রহ্মচারী; শ্রী বাবুল চন্দ্র দাস, নির্বাহী সভাপতি, বাংলাদেশ হিন্দু পরিষদ (সৌদি আরব); শ্রী সঞ্জয় দেব, সাধারণ সম্পাদক, হিন্দু পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি (আমেরিকা); শ্রী সুজিত মৃধাসহ বাংলাদেশ হিন্দু পরিষদের আন্তর্জাতিক পর্যায় ও দেশের সর্বস্তরের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বরেণ্যে ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত ‘গুণীজন সংবর্ধনা’র সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী দীপঙ্কর শিকদার দিপু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উদ্বোধক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল। বিশেষ অতিথি হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী অ্যাড. রবীন্দ্র ঘোষ, ঢাকা মহানগর দক্ষিণ, আওয়ামী লীগের সংগঠনের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এস.কে বাদলসহ হিন্দু পরিষদের আন্তর্জাতিক পর্যায় ও দেশের সর্বস্তরের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা তাদের বিভিন্ন বক্তব্যে মানবাধিকার সংগঠন হিসেবে হিন্দু পরিষদের আন্তর্জাতিক নিবন্ধন লাভ করাকে জাতির অস্তিত্ব রক্ষার্থে কালজয়ী প্রাপ্তি হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়াও বক্তারা নির্বাচনী ইশতেহার ২০১৮ ও পূর্বপ্রতিশ্রুতি মোতাবেক ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানান। 

এতে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক  সকল সাম্প্রদায়িকতা রোধে একযোগে কাজ করতে ঐক্যবদ্ধ হতে আহবান করেন। এর পাশাপাশি তিনি সংখ্যালঘুদের জন্য সুরক্ষা আইন প্রণয়নে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন মর্মে উপস্থিত সবাইকে আশ্বস্থ করেন। মন্ত্রী উপস্থিত গুণীজনদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়াও আগামী দিনগুলোতে বাংলাদেশ হিন্দু পরিষদ মানুষের কল্যাণে নিরন্তর কাজ করতে এই আশাবাদ ব্যক্ত করে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)