ব্যবসায়ী


সুজন দাশ , আপডেট করা হয়েছে : 15-04-2022

ব্যবসায়ী

ফাঁদে ফেলে মূল্য বাড়াও গুদাম কর মাল,

লোকে দেখাও বাজারে নেই মিথ্যে কর ঢাল!

কায়দা করে ফায়দা লোটার বুদ্ধি কর বের,

ভাবছো তুমি এই চালাকি কেউ পাবে না টের!


সিন্ডিকেটে সকল শিয়াল গড়ে তোলো জোট,

ভাজা মাছটি উল্টে না খাও পাঁকিয়ে নাও ঘোঁট।

সেবার চেয়ে ব্যবসা বড় করতে জানো লুট,

দেখায় দিলে পিছন থেকে তাকেই কর শ্যুট।


জমি-জিরাত বিত্ত-বাড়ি যা যেখানে পাও,

সুযোগ পেলে ঠকাও তারে সবটি গিলে খাও।

উপর তোমার চকচকে খুব কথায় জুড়ায় মন,

ব্যবসা তোমার লোক ঠকানো বুঝোই শুধু ধন!


চেয়ারম্যান এমপি রাজা উজির কোথায় তুমি নাই,

খাবার বেলায় সবকিছু খাও সবটি তোমার চাই!

সবাই তোমায় ঘৃণা করে যতই সাজো বাঘ,

উপরে দেয় সালাম যত ভিতরে রয় রাগ!



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)