নিউইয়র্কে বকেয়া গ্যাস ও বিদ্যুত বিল মওকুফ


দেশ রিপোর্ট: , আপডেট করা হয়েছে : 26-01-2023

নিউইয়র্কে বকেয়া গ্যাস ও বিদ্যুত বিল মওকুফ

করোনার সময় নিউইয়র্কসহ পুরো যুক্তরাষ্ট্রের মানুষ ব্যাপক অর্থ কষ্টে ছিলেন। সেই সময় অনেকেই গ্যাস এবং বিদ্যুত বিল পরিশোধ করতে পারেননি। এবার তাদের জন্য সুখবর দিয়েছেন নিউইয়র্কেও গভর্নর ক্যাথি হোচুল। তিনি লাখ ৭৮ হাজার নিউইয়র্কবাসীর বকেয়া গ্যাস ইলেকট্রিক বিল মওকুফ করে দিয়েছেন। সেই সাথে ৫৬ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকেও বকেয়া ইউটিলিটি বিল দিতে হবে না। গত ১৯ জানুয়ারি গর্ভনর ক্যাথি হোচুলের অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

সেই বিবৃতিতে গর্ভনর হোচুল বলেন, ‘প্রত্যেক নিউইয়র্কার এফোর্ডেবল এনার্জি পাবার অধিকার রাখে। কিন্তু অর্থনৈতিক সংকটে অনেকেই লাইট বন্ধ করে রাখেন। হিট চালু করেন না।এটা তার কাছে কষ্টের মনে হয়েছে। তিনি বলেন, ‘আমি স্টেট অফ দ্যা স্টেট ভাষণে নিউইয়র্কারদের এই শীতে উষ্ণ থাকতে ইউটিলিটি বিল রিলিফ করার প্রস্তাব করেছি।

নিম্ন মধ্যবিত্ত নিউইয়র্কাররা ৬৭৫ মিলিয়ন ডলার সহায়তা পাচ্ছেন বকেয়া ইলেকট্রিক গ্যাসের বিল পরিশোধের জন্য। এছাড়াও ২০০ মিলিয়ন ডলার ইউটিলিটি বিল পরিশোধে সহায়তা পাবেন, যাদের বাৎসরিক আয় ৭৫ হাজার ডলারের নিচে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)