জিএম কাদেরের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবি


দেশ রিপোর্ট: , আপডেট করা হয়েছে : 26-01-2023

জিএম কাদেরের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবি

জ্যাকসন হাইটস্থ ঢাকা গার্ডেন রেস্টুরেন্ট মিলনায়তনে গত ২২ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা এক প্রতিবাদ সভার আয়োজন করে। সাংগঠনিক সভাপতি হাজি আবদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) মো. নাছির খান, জাপার সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, জাপার সহ-সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার যুববিষয়ক সম্পাদক শফি আলম, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, সদস্য দেলওয়ার মজুমদার, সদস্য রাসেল সরকার।

সভায় চেয়ারম্যান জি এম কাদেরকে পার্টির কার্যপরিচালনায় আদালত থেকে বাধা দেয়ার রায় ঘোষণা করা হয়। আমরা মনে করি পার্টির সকল সাংগঠনিক কার্যকলাপ আজ বাধার মুখে, জাতীয় পার্টি বাংলার মেহনতি মানুষের পার্টি, বাংলার মানুষ আজ বর্তমান সরকারের দমননীতি, জনগণের ক্রয়ক্ষমতার বাইরে দ্রব্যমূল্যের কারণে আজ মানুষ অসহায়। জাতীয় পার্টি গ্রাম শহর এবং প্রবাসী সকল কমিটির কার্যপরিচালনায় কোনো কেন্দ্রীয় কর্মসূচি পাওয়া যাচ্ছে না, আমরা পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের প্রতি বিশেষভাবে অনুরোধ পার্টির সকল শীর্ষ নেতৃবৃন্দ নিয়ে আজকে এই রাজনৈতিক সমস্যার সমাধান করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পার্টিকে প্রস্তুত করার জন্য। অন্যথায় জাতীয় পার্টির রাজনৈতিক কার্যকলাপের গতি কমে যাবে। জাতীয় পার্টি আগামী দিনে সরকার গঠন চায় বাংলার মেহনতি মানুষ, জাতীয় পার্টি পারে জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। বর্তমান সরকারের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জাতীয় পার্টি বাংলার মানুষের নিজ ভোট তার পছন্দের প্রার্থীকে দেয়ার নিশ্চয়তা দিবে। পরে শেষে জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকিরের মাতার মৃত্যুতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা সেই সাথে জি এম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)