চামড়া


দলিলুর রহমান , আপডেট করা হয়েছে : 15-04-2022

চামড়া

সে রাতে একটি বুলেট উপহার দিয়ে চলে গেলে যুদ্ধে

তুমি আর ফিরলে না

আজ সেই বুলেট থেকে জন্ম নিলো

একটি পতাকা

একটি লাল সূর্য

সেই সাথে জন্ম নিলো একটি সোনার ছেলে

জানো, তোমার ছেলে এখন

একজন মস্ত বড় কৃষিবিজ্ঞানী

মানুষের কল্যাণে ছেলেটি উদ্ভাবন করে

নতুন নতুন খাদ্যশস্য, বাঁচার নতুন আশা

দেশ-বিদেশে তার কতো সুনাম

সেই সাথে তোমারও নাম

আমাদের হৃদয়ে তুমি মরোনি

মরবে না কোনোদিন

জানতে পারলাম তোমার মুক্তিযোদ্ধা সনদটি

তোমার নামেরই আরেকজন

চুরি করে নিয়ে এমপি হয়েছে

যেমন ওরা দখল করে নদী

অন্যের জমি ও ঘরবাড়ি

ওদের সব আছে

ওদের মতা আছে

প্রতিপত্তি আছে

অহংকার আছে


কিন্তু জানো,


শুধু চামড়াটাই নেই।


পৃথিবী অনেক এগিয়েছে এই পঞ্চাশ বছরে

বিজ্ঞান এখন মানুষের চোখ না থাকলেও

চোখ দিতে পারে

কান না থাকলেও কান দিতে পারে

মাইক্রোচিপ এখন একজন আজীবন পঙ্গুকেও

হাঁটাতে পারে

কিন্তু যাদের চামড়া নেই

বিজ্ঞান তাদেরকে চামড়াটি দিতে পারে না

দুর্ভাগ্য কি জানো,

তোমার মুক্তিযোদ্ধা সনদটি

চুরি করে যারা এমপি, মন্ত্রী ও নেতা সাজে

তারাই জন্ম দিয়ে যাচ্ছে চামড়াহীন মানুষ

আমাদের সোনার দেশটি এখন ভরে গেছে

সেই মানুষে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)