আইসিসি’র তিন ফরম্যাটেই বর্ষসেরা বাবর আজম


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 26-01-2023

আইসিসি’র তিন ফরম্যাটেই বর্ষসেরা বাবর আজম

আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। পাকিস্তানের এ অধিনায়ক এর আগেই জিতেছিলেন আইসিসি’র ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের পুরুস্কার। এবার তিন ফরম্যাটে মিলেই বর্ষসেরাও তিনিই। 

২০২২ সনে স্বপ্নের মত কেটেছে। দুর্দান্ত খেলেছেন এ তারকা সব ফরম্যাটেই। যার পুরুস্কারটাও পেয়েছেন। 

বৃহস্পতিবার আইসিসি ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারের যে পুরস্কার ঘোষণা করে, তাতেই উঠে আসে বাবরের নাম। দুর্দান্ত এ ক্রিকেটার তার বর্ষসেরা খেতাব পেতে পেছনে ফেলেছেন বেন স্টোকস, সিকান্দার  রাজা, টিম সাউদির মতো তারকাদের।  



ডানহাতি এই তারকা গত বছর তিন ফরম্যাট মিলিয়ে ৪৪টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ২ হাজার ৫৯৮। যার গড় ৫৪ দশমিক ১২। এর মধ্যে ৮টি শতক ও ১৫টি অর্ধশতক রয়েছে। গত বছর টেস্ট, ওয়ানডে ও টি২০ মিলিয়ে খেলা ৪৪টি ম্যাচের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে পাকিস্তান। যেখানে ছিল বাবরের অলরাউন্ড নৈপুন্য। সেই নৈপুণ্যেই তাকে এগিয়ে নিয়ে যায়। 

এর আগে গত বছরও গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছিলেন পাকিস্তানি ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি। তিনিই প্রথম কোনো পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এই ট্রফি জেতেন। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)