একুশের বইমেলায় দর্পণ কবীরের দুটি বই


, আপডেট করা হয়েছে : 27-01-2023

একুশের বইমেলায় দর্পণ কবীরের দুটি বই

কবি কথাসাহিত্যিক দর্পণ কবীরের দুটি বই বের হচ্ছে অমর একুশের বইমেলায়।মিথ্যাগুলোর নন্দন মুখশ্রীনামক কাব্যগ্রন্থ বের করছে অনুস্বর পাবলিশার্স এবংঅলৌকিক আগন্তুকনামক কিশোর উপন্যাস বের করছে অনন্যা প্রকাশনী। ছাড়া মিথ্যাগুলোর নন্দন মুখশ্রী কাব্যগ্রন্থটি কলকাতা থেকে বের করছে একুশ শতক প্রকাশনী। এই কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা এবং অলৌকিক আগন্তুকের প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। বইমেলায় কিশোর উপন্যাসটি পাওয়া যাবে অনন্যার স্টলে এবং কাব্যগ্রন্থটি পাওয়া যাবে মুক্তধারা নিউইয়র্কের স্টলে। দর্পণ কবীরের এটি ষষ্ঠ কাব্যগ্রন্থ এবং দ্বিতীয় কিশোর উপন্যাস।   

দর্পণ কবীর একজন প্রেমের কবি। তিনি ছড়া কবিতা লেখা দিয়ে সাহিত্যচর্চার শুরু করেন। এরপর গল্প, উপন্যাস গান লিখে চলেছেন। ১৯৯১ সালে তার প্রথম ছড়ার বইধপাসপ্রকাশিত হয়। প্রথম কাব্যগ্রন্থ কষ্টের ধারাপাত প্রকাশিত হয় ২০০০ সালে। এরপর আকাশ আয়না (২০১২), বসন্ত নয় অবহেলা (২০১৬), গল্পটার নাম নেই (২০২০), আশ্চর্য দুঃখগুলো কষ্ট হয়নি (২০২২) প্রকাশিত হয়।

ছড়া দর্পণ কবীরের দশটি উপন্যাস, একটি কিশোর উপন্যাসসহ কিশোর গল্প এবং রোমান্টিক গল্পের বই বেরিয়েছে। দর্পণ কবীর সপরিবারে নিউইয়র্ক শহরে বসবাস করছেন।

 

 

 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)