১ ফেব্রুয়ারি থেকে গ্রিনকার্ড ও ওয়ার্ক অথারাইজেশন কার্ড নতুন ডিজাইনে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 01-02-2023

১ ফেব্রুয়ারি থেকে গ্রিনকার্ড ও ওয়ার্ক অথারাইজেশন কার্ড নতুন ডিজাইনে

ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস গ্রিনকার্ড ও এমপ্লয়মেন্ট অথারাইজেশন ডকুমেন্টস (ইএডি) ১  ফেব্রুয়ারি ২০২৩ থেকে নতুন ডিজাইন করা কার্ড ইস্যু করা শুরু করেছে। নতুন গ্রিনকার্ড ও এমপ্লয়মেন্ট অথারাইজেশন কার্ডের ডিজাইনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি বা গ্রাহকদের জন্য নিরাপত্তা এবং পরিষেবা উন্নত করবে। উন্নত শিল্পকর্ম অন্তর্ভুক্তিসহ স্পর্শকতার মুদ্রন যা আর্ট ওয়ার্কের সাথে ভালভাবে একত্রিত করে দেখা যাবে। কার্ডের সামনে ও পেছনে অত্যান্ত সুরক্ষিতভাবে গ্রাফিক্স ছবিসহ পেছনের ছবির বক্সে একটি আংশিক উইন্ডোসহ একটি স্তরে দেখা যাবে।

নতুন ডিজাইন প্রবর্তনের সাথে পূর্বের ইস্যু করা কার্ডগুলো বৈধভাবে তাদের মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত বৈধ থাকবে। কিছু পুরাতন গ্রিনকার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই। মেয়াদ শেষ হওয়ার তারিখ ছাড়া এই পুরনো গ্রিনকার্ডগুলি সাধারণত বৈধ থাকে। চুরি, জালিয়াতি বা টেম্পারিং প্রতিরোধ করার জন্য ইউএসসিআইএস মেয়াদহীন গ্রিনকার্ডগুলো নতুন নিরাপদ কার্ডে পরিবর্তন করার জন্য সবাইকে উৎসাহিত করছে।

বর্তমান গ্রিনকার্ড ও এম্পলয়মেন্ট অথারাইজেশন কার্ড ২০১৭ সালের মে মাস থেকে চালু রয়েছে। জালিয়াতি ও জাল করার ঝুঁকি কমাতে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট প্রতি তিন থেকে পাঁচ বছরে কার্ডগুলোকে পুনরায় ডিজাইন করে। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)