বাকরুদ্ধ হচ্ছি বারবার


দেওয়ান নাসের রাজা , আপডেট করা হয়েছে : 15-04-2022

বাকরুদ্ধ হচ্ছি বারবার

বাকরুদ্ধ হচ্ছি বারবার বোমার আঘাতে 

শিশুর তবিত দেহ ঘাটে পড়ে আছে।   

পৃথিবীর রাস্তায় অসংখ্য লাশ-

বিস্মিত দু’চোখ আজ দেখে। 

শক্তিমানের জান্তব উল্লাসে বাকরুদ্ধ আমি, 

বর্বরোচিত আগ্রাসী আক্রমণ কত দিন সহ্য করবে বিবেকবান? 


পশুর হিংস্র চিৎকারে বোমার আঘাতে আঘাতে 

স্বাধীনতা ছিনিয়ে নিতে চাচ্ছে তারা।   

মানুষের প্রাণবিসর্জন নিরর্থক হয়তোবা হবে-

মর্টারের আঘাতে আঘাতে থেমে যাবে প্রাণ,   

উড়ে যাবে পাখি। 

অসুস্থ ও বৃদ্ধ এবং অসহায় পালাবে পাশর্^বর্তী দেশে 

আর সাহসী যোদ্ধারাও আশ্রয় নিবে,   

আর কতিপয় মানুষের ভেতর আগুন জ্বলতেই থাকবে বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)