দুর্নীতি রোধে তদন্ত কমিশন গঠন করুন - গণফোরাম


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 01-02-2023

দুর্নীতি রোধে তদন্ত কমিশন গঠন করুন - গণফোরাম

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান বলেছেন, সরকার গণশুনানী ছাড়াই এক মাসের মধ্যে দুবার বিদ্যুতের দাম বাড়িয়ে গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন আজ অতিষ্ট। এর সঙ্গে সরকারের জ্বালানীখাতে সঠিক পরিকল্পনার অভাব ও ভুল সিদ্ধান্তের কারণে বারবার বিদ্যুৎ, গ্যাস, ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনকে আরও দূর্বিসহ করে তুলবে।

আজ বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ একথা বলেন। 

গণফোরাম নেতারা দেশের জ্বালানী খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠনপূর্বক এ খাতের দূর্নীতি ও অপচয় রোধকল্পে সঠিক পরিকল্পনা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান। বিবৃতিতে অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে আহবান জানানো হয়।  



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)