আটলান্টায় বেন-এর পরিবেশ সংরক্ষণে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-02-2023

আটলান্টায় বেন-এর পরিবেশ সংরক্ষণে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা

বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন) সাউদার্ন ইউএস চ্যাপ্টারের উদ্যোগে ‘বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা গত ৪ ফেব্রুয়ারি জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরের কেসউইক পার্কের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

চ্যাপ্টার সমন্বয়কারী উৎপল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধারণাপত্র উপস্থাপন করেন প্রকৌশলী জুবায়ের আহমদ। এরপর বিষয়ের ওপর আলোচনা করেন জর্জিয়া রাজ্য থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি মহিলা সিনেটর নাবিলা ইসলাম, আটলান্টার গুইনেট কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ার অব মেম্বারশিপ তানজিনা ইসলাম, মারসার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন, জাতিসংঘ অঞ্চলিক কার্যালয়ের প্রাক্তন স্পেস এবং রিমোট সেন্সিং বিশেষজ্ঞ ড. মাহবুব উদ্দীন চৌধুরী, জর্জিয়া উদীচীর সভাপতি ডা. মুরশেদুল হাকিম শুভ্র।

আলোচকরা তাদের আলোচনায় বাংলাদেশের পরিবেশের বর্তমান অবস্থা বিশ্লেষণ করে তা সুরক্ষায় যথাযথ পদেক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উল্লেখ করে বলেন, এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিবেশ সংরক্ষণে প্রবাসী বিশেষজ্ঞগণ তাদের মতামত দিতে পারেন, বিভিন্ন দেশের ভালো উদাহরণগুলো দেশের মানুষের কাছে পৌঁছাতে পারেন, সচেতনতা বৃদ্ধি করতে পারেন। এছাড়াও প্রবাসে অবস্থানরত তরুণ প্রজন্মকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারেন। আলোচনা সভা উপস্থাপনা করেন বেন-এর তরুণ সদস্য আনুশা মোরশেদ।

সভা শেষে উদীচী শিল্পীগোষ্ঠী জর্জিয়া শাখার সদস্যবৃন্দ বাংলাদেশের নদীবিষয়ক গান ও কবিতার সমন্বয়ে ‘নদী’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন) সাউদার্ন ইউএস চ্যাপ্টারের এই আয়োজনের প্রশংসা করে বলেন, এটা খুবই সময়োপযোগী উদ্যোগ। ভবিষ্যতে আরো বেশি করে পরিবেশ বিষয়ে আলোচনার আয়োজন করে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)