শেখ হাসিনা নেতৃত্বের প্রসংসা করেন জন কেরি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 15-04-2022

শেখ হাসিনা নেতৃত্বের প্রসংসা করেন জন কেরি

মার্কিন প্রেসিডেন্ট জোয়ে বাইেেডনের জলবায়ু বিষয়াক বিশেষ দুত জন কেরির সাথে বৈঠক করেছেন, যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। পালাউয়ের কররে ‘৭ম আওয়ার ওশান কনফারেন্সে;র দ্বিতীয় দিনে বৃহস্পতিবারের ওই বৈঠকে জন কেরি জলবায়ু ঝুকি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়াসী প্রশংসা করেন।

এ সময় উভয় নেতা বাংলাদেশে জ্বালানী বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। ড. মোমেন সমুদ্র সম্পদ ব্যাবহারের মাধ্যমে ও নবায়নযোগ্য জ্বালানী খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। 

জন কেরি বাংলাদেশের উপকুলীয় অঞ্চলে বনায়ন এবং নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন ক্ষমতাসহ বেড়িবাধের উচ্চতা বৃদ্ধির ও প্রশান্তকরন প্রকল্পে মার্কিণ সহায়তার আশ্বাস দেন। 

বৈঠকে জন কেরি কঠিন বর্জ্য থেকে নির্গমন কমাতে প্রয়োজনীয় সহায়তা লাভের জন্য ‘বৈশ্বিক মিথেন অঙ্গীকার’- এ যোগ দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান।  


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)