শনিবার ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচী


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 10-02-2023

শনিবার ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচী

বিএনপি তাদের পূর্বঘোষিত ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা আজ শনিবার অনুষ্টিত করবে। এ জন্য প্রতিটি স্থানেই তারা আয়োজন সম্পন্ন করেছে। এদিকে বিএনপি আজ শুক্রবার এক বিবৃতিতে ইউনিয়ন পর্যায় পদযাত্রাকে বাধাগ্রস্থ করতে দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেফতারে নিন্দা জানিয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই নিন্দা জানায়। বিবৃতি বিএনপি জানায়-

‘ইউনিয়ন পদযাত্রাকে বাধাগ্রস্থ করতে এবং নেতাকর্মী, সমর্থক, জনসাধারনকে ভয়ভীতি প্রদর্শন করতে জুলুমবাজ সরকার দেশব্যাপী নতুন করে গণ-গ্রেফতার হয়রানি শুরু করেছে। বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আগামীকালের পদযাত্রাকে কেন্দ্র করে ফেনীর সকল ইউনিয়নে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা মহড়া দিচ্ছেন এবং ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আলমের বাড়িতে গিয়ে তারা হামলা করেন।’ 

বিবৃতিতে বলা হয়, ‘গণ-আন্দোলনে, গণ-জোয়ারে জনদূর্ভোগ সৃষ্টিকারী সরকার এতটাই ভীত হয়েছেন যে, পদযাত্রার মত শান্তিপূর্ণ কর্মসূচীকেও তারা সহ্য করতে পারছেনা। আসলে জনবিচ্ছিন্ন সরকার জনআতঙ্কে ভূগছে। সরকারের সীমাহীন ব্যর্থতা, অযোগ্যতা, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে দেশের মানুষ স্বতঃস্ফুর্তভাবে জেগে উঠেছে। সরকার সৃষ্ট জনদূর্ভোগে মানুষ দিশেহারা।

সরকার দেশ-বিদেশে মুখে বলছে, বিরোধী দলের কর্মসূচী পালনে কোন বাধা নাই, অথচ প্রতিটি কর্মসূচীর প্রাক্কালে গ্রেফতার, মামলা, হামলা ও পাল্টা কর্মসূচী দিয়ে বিরোধী দলের প্রতিটি কর্মসূচীকে বাধাগ্রস্থ করতে যার পর নাই সেই ব্যবস্থা করেছে। হামলাবাজ, মামলাবাজ সরকারের দমন-নিপীড়ন উপেক্ষা করে প্রতিটি কর্মসূচী সফল করে জনগণ এবং নেতাকর্মীরা যেভাবে আন্দোলন এগিয়ে নিয়ে এসেছেন, এইভাবে আগামীকাল (শনিবার) ইউনিয়ন পদযাত্রাসহ অন্যান্য কর্মসূচী ব্যাপকভাবে সফল করবেন।’

বিবৃতিতে সৈয়দ এমরান সালেহ প্রিন্স অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও দমন-নিপীড়ন বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। একই সাথে এই দমন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য গণতন্ত্রকামী সকলকে আহবান জানিয়েছেন।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)