ইসলামী ব্যাংক পরিচালক পদ থেকে পদত্যাগ মোহাম্মাদ সাহাবুদ্দিনের


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 14-02-2023

ইসলামী ব্যাংক পরিচালক পদ থেকে পদত্যাগ মোহাম্মাদ সাহাবুদ্দিনের

বেসরকারী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পরিচালক পদ থেকে পদত্যাহ করেছেন মোহাম্মাদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হওয়ার প্রজ্ঞাপন জারীর আগেই রোববার রাতে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। সোমবার ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে তার ছবি ও পদবী সহ যাবতীয় তথ্য সরিয়ে নেওয়া হয়েছে। 

এর আগে চট্টগ্রামের জেএমসি বিল্ডার্স কোম্পানীর পক্ষ থেকে ২০১৭ সালের জুনে ব্যাংকের পরিচালক পদে যুক্ত হন। এরপর তিনি  ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের দ্বায়িত্বও পেয়েছিলেন। গত রোববার পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন। 


রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তিনি ব্যাংকটির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে ভাইস চেয়ারম্যানের পদ থেকেও তার পদত্যাগ কার্যকর হয়ে গেল। কেননা পরিচালক পদে না থাকলে তিনি ব্যাংকের পর্ষদে থাকতে পারেন না। উল্লেখ্য, এতে করে ব্যাংকটির দুই ভাইস চেয়ারম্যানের একটি পদ শুন্য হয়েছে। 

 

প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)