টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 15-02-2023

টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী  শিক্ষার্থী নিহত হয়েছেন। একজন গুরুতর আহত। যিনি জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ এর ছেলে। তার নাম নিবিড় কুমার। গত সোমবার টরেন্টোর স্থানীয় সময় রাত সাড়ে ১১ টার দিকে  দুর্ঘটনা ঘটে। নিবিড় কুমারের চিকিৎসা চলছে।  এবং তার সর্বশেষ আপেডে েকিছুটা উন্নত হয়েছে তার পরিস্থিতি। এর আগে মৃত্যুর সংখ্যা চার প্রচার করেছিল কানাডার একটি সংবাদ মাধ্যম। 

সড়ক দুর্ঘটনার পর খবর পুলিশকে খবর দিলে তারা এসে দেখতে পায় দুর্ঘটনাকবলিত গাড়ী উল্টিয়ে রয়েছে। এবং যাতে আগুন ধরে গিয়েছিল। এতে করে কানাডায় বাংলাদেশী কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

টরেন্টো পুলিশ সূত্রে গনমাধ্যম জানিয়েছে, টরেন্টো নগরীর অদূরে মিসিসাগা এলাকায় ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের সন্নিকটে সোমবার রাতে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে কুমার বিশ্বজিৎ পুত্র ছাড়াও আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামের ৩ বাংলাদেশি ছাত্র নিহত হন। তবে ২৪ ঘণ্টা হাসপাতালে রাখার পর নিবিড় কুমার মারা যান।


সড়ক দুর্ঘটনা কবলিত গাড়ী,পুলিশ পর্যবেক্ষন করছেন/ছবি সংগৃহীত 


গাড়ির আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয় জন হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরন করেন। তারা তিন জনই আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে টরেন্টোতে বসবাস করতেন। 

অন্টারিওর প্রাদেশিক পুলিশ এক টুইটে নিশ্চিত করেছে, নিহতদের সবাই বাংলাদেশের নাগরিক। তারা সবাই কানাডায় উচ্চ শিক্ষার উদ্দেশে গিয়েছিলেন। তারা থাকতেন অন্টারিওর রাজধানী টরন্টোতে। 

টরন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে প্রথমে গাড়িতে লাগা আগুন নেভান তারা। এর পর ভেতরে আটকেপড়াদের উদ্ধার করা হয়। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)