রাজনৈতিক সহিংস পরিবেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে না


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 15-02-2023

রাজনৈতিক সহিংস পরিবেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে না

বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব ভোটার থেকে শুরু করে রাজনৈতিক দল, যুবসমাজ ও পুলিশসহ সকলের। গত ৮ ফেব্রুয়ারি বুধবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি। তিনি আরো বলেন, রাজনৈতিক সহিংস পরিবেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে না। 

এদিন তাকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এর সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, আমি ভারতের তরফে কোনো কথা বলতে পারি না। আমি কেবল যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জলবায়ু উন্নয়ন, অর্থনীতি, মানবিক কার্যক্রমে সহায়তা, নিরাপত্তা-এসব ইস্যুতে অংশীদার হিসেবে সহযোগিতার ওপর জোর দেয়া হচ্ছে। একই সঙ্গে এগুলোর ভবিষ্যৎ সম্ভাবনার দিকগুলোও রয়েছে। 

এরপরই বাইডেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা বলেন, সকলের অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশকে আমরা সমর্থন করি, যে বাংলাদেশ নিয়ে সবাই গর্ব করতে পারে। শক্তিশালী গণতন্ত্রের ভিত্তির ওপরই একটি দেশ সমৃদ্ধ হয়, যেখানে  সব জনগণ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে, আইনের শাসন থাকবে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করাটা ভোটার, রাজনৈতিক দল, যুবসমাজ এবং পুলিশের দায়িত্ব।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)