ব্যারিস্টার নাজমুল হুদার ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 20-02-2023

ব্যারিস্টার নাজমুল হুদার ইন্তেকাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক নেতা ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওইন্না ইলাইহে রাজেউন)। রোববার রাত ১১ টার দিকে বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খোকন সাংবাদিকদের বলেণ, আমার সঙ্গে নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদার সঙ্গে কথা হয়েছে। অন্তরা নাজমুল হুদার মৃত্যুর বিষয়টি আমাদের জানিয়েছেন। 

তবে পারিবারিক অন্য একটি সূত্রে জানা গেছে, রোববার রাত দশটার দিকে নাজমুল হুদার মৃত্যু হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত পরে জানা যাবে। তবে ব্যারিস্টার নাজমুল হুদা অনেক দিন থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি হাসপাতালেও ভর্তি ছিলেন। সেখান থেকে সদ্য বাসায় ফেরেন বলে জানা গেছে। 

এর আগে নাজমুল হুদা পত্রিকার শিরোনামে উঠে এসেছিলেন একটা খবরে। সেটা ছিল তার দল তৃণমুল বিএনপি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছিল বলে। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)