তারেক গংদের সার সিন্ডিকেটের কারণে সার কিনতে পারতো না গ্রামের কৃষকরা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 16-04-2022

তারেক গংদের সার সিন্ডিকেটের কারণে সার কিনতে পারতো না গ্রামের কৃষকরা

‘বিএনপি নেতা তারেক গংদের সার সিন্ডিকেটের কারণে, সার কিনতে পারতো না গ্রামের কৃষকরা। এ কারণে ফসল উৎপাদন কমে যায়, দেশে তিন থেকে চার কোটি প্রান্তিক কৃষক পরিবারের দু’বেলা ভাত জোটানো অসম্ভব হয়ে ওঠে। সেই সুযোগে বিএনপি নেতাকর্মীরা দাদন ব্যবসা জমিয়ে তোলে সর্বস্বান্ত করে ফেলে কৃষকদের, এমনকি ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে লাখ লাখ বস্তা সার লোপাট করে বিএনপি'র দুর্বৃত্তরা।’

 শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজ এর পোস্ট এ সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন

।  তিনি বলেন, সারের অভাবে চাষাবাদ করতে না পেরে সাতক্ষীরা,নড়াইল, মেহেরপুর, খুলনা, রংপুর, রাজশাহীতে কাফনের কাপড় নিয়ে সড়ক অবরোধ করেছিল কৃষকরা। কিন্ত সাধারণ কৃষকদের উপর দলীয় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে তৎকালীন বিএনপি সরকার। এমনকি কুড়িগ্রাম জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে ১২ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়। সারের অভাবে তখন বোরো চাষাবাদ ব্যাহত হয় বাংলাদেশে।

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে জানিয়ে তিনি বলেন- আমাদের অমূল্য সম্পদ এদেশের মানুষ, উর্বর মাটি আর আমাদের কৃষি ।  কৃষকের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ। সরকার কৃষি কাজের জন্য কৃষকরা কম্পাসের বিনা সুদে স্বল্পসুদে ঋণ সুবিধা হলে ভাগ্য বদলায় প্রান্তিক কৃষকদের। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)