নিউইয়র্ক রাজ্য কর্মচারীদের সন্তানের জন্য ১২ সপ্তাহের সবেতন ছুটি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 22-02-2023

নিউইয়র্ক রাজ্য কর্মচারীদের সন্তানের জন্য ১২ সপ্তাহের সবেতন ছুটি

নিউইয়র্ক রাজ্য সরকারের ১০ হাজারের বেশি কর্মচারী আসছে সপ্তাহ থেকেই নতুন সুবিধা পাচ্ছেন। গভর্নর ক্যাথি হকুলের নিশ্চিত করেছেন, ২২ ফেব্রুয়ারি থেকে সন্তানের জন্য মা-বাবার ১২ সপ্তাহের পূর্ণ বেতনে ছুটি পাওয়ার বিষয়টি কার্যকর হবে।

রাজ্য গভর্নরের অফিস থেকে জানানো হয়, ইউনিয়নের আওতায় নয় এমন সর্বপর্যায়ের কর্মচারীরা এ সুবিধা পাবেন। এমনকি পালিত সন্তানের জন্যও বাবা-মা ১২ সপ্তাহের সবেতন ছুটি পাওয়ার যোগ্য হবেন। পর্যায়ক্রমে নিউইয়র্কের এক লাখ ৭০ হাজারের বেশি ইউনিয়নভুক্ত কর্মচারীর জন্যও এ সবিধা সম্প্রসারিত করা হবে। কালেকটিভ বারগেনিং পদ্ধতিতে ইউনিয়নভুক্ত কর্মচারীদের জন্য সুবিধাটি বাস্তবায়ন করা হবে।

গভর্নর ক্যাথি হকুল এক বিবৃতিতে বলেন, আমাদের কমর্চারীদের সন্তান দেখাশোনা এবং পে-চেকের মধ্যে একটিকে বেছে নেয়ার সংগ্রাম করতে হবে না। নিউইয়র্ক এমন মানবিক উদ্যোগ বাস্তবায়িত করে আমেরিকার মধ্যে অগ্রবর্তী কাজ করছে।

এই প্রথমবারের মতো নিউইয়র্ক রাজ্য সরকারের কর্মচারীরা শিশু সন্তান দেখাশোনার ১২ সপ্তাহের সবেতন ছুটি পাচ্ছেন। এর আগে রাজ্য কর্মচারীরা সন্তান দেখাশোনার জন্য আংশিক বেতনে ছুটি গ্রহণের সুবিধা ছিল। গত স্টেট অব ইউনিয়ন বক্তৃতায় গভর্নর হকুল কর্মচারীদের সুবিধা প্রদানের জন্য ঘোষণা দিয়েছিলেন। রাজ্য ও ফেডারেল সরকারের চাকরি বিধিমালা সমন্বয় করে সন্তান পালনে হিমশিম খাওয়া বাবা-মায়ের জন্য এ সবেতন ছুটি বাস্তবায়ন করা হচ্ছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)