পিতা-পুত্রের পুনর্মিলন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 22-02-2023

পিতা-পুত্রের পুনর্মিলন

বিখ্যাত বাংলাদেশি সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ টরন্টোতে তার ছেলের সঙ্গে পুনরায় মিলিত হয়েছেন। ইটোবিকোকে একটি ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে তিনজন ছাত্রের মৃত্যু হয়। কিন্তু প্রাণে বেঁচে যান কুমার বিশ্বজিতের পুত্র নিবিড় কুমার। যদিও তার শারীরিক অবস্থা এখনো সংকটজনক। কানাডায় বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান জানিয়েছেন, কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারকে সেন্ট মাইকেল হাসপাতালের একটি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে এবং তার স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। আধুনিক এবং লোকসংগীতশিল্পী বিশ্বজিৎ ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে দুর্ঘটনার খবর শুনে তার স্ত্রী নাইমা সুলতানার সঙ্গে টরন্টোতে যাত্রা করেন এবং পৌঁছান। তিনি তার সন্তানকে হাসপাতালে দেখতে যান। দুর্ঘটনার দিন নিবিড় কুমার গাড়িটি চালাচ্ছিলেন। দুন্দাস স্ট্রিট ওয়েস্ট এক্সিট র‌্যাম্পের দক্ষিণমুখী ৪২৭ হাইওয়ের কাছে গাড়িটি গড়িয়ে যায় এবং এতে আগুন ধরে যায়। অন্টারিও প্রাদেশিক পুলিশের মুখপাত্র কেরি স্মিড নিশ্চিত করেছেন যে, গাড়িতে থাকা সবাই বাংলাদেশ স্টাডি পারমিট নিয়ে পড়তে আসা ছাত্র। স্মিড জানাচ্ছেন, গাড়ির পিছনের সিটে থাকা একজন ব্যক্তির বয়স ২০ এবং অন্যজনের বয়স ১৭, যারা ঘটনাস্থলেই মারা যান। সামনের যাত্রীর আসনে থাকা ২০ বছর বয়সী এক নারীকে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়, পরে সেখানে তিনি মারা যান। ওপিপি অনুসারে সমস্ত পরিবারকে অবহিত করা হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)