বিদ্যমান সীমানা রেখেই ৩০০ আসনের খসড়া দিল ইসি


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 26-02-2023

বিদ্যমান সীমানা রেখেই ৩০০ আসনের খসড়া দিল ইসি

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের বিদ্যমান সীমানা হুবহু ঠিক রেখে ৩০০ নির্বাচনি আসনের সীমানা পূণঃনির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশন এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। বহুল আলোচিত হুদা কমিশন বিগত ২০১৮ সালের ৩০ এপ্রিল সংসদীয় আসনের সীমানা প্রকাশ করেছিল।

মুলত সেটিকেই পূণঃনির্ধারিত সীমানা অ্যাখ্যা দিয়ে এ খসড়া প্রকাশ করলো বর্তমান হাবিবুল আউয়াল কমিশন।  এতে নতুন সৃষ্ট হওয়া উপজেলা ও ওয়ার্ড অন্তর্ভূক্তির কারনে সাতটি আসনের সীমানায় নামগত পরিবর্তন এসেছে। তবে সীমানা আগেরটিই রয়ে গেছে।  

খসড়া এ সীমানা নিয়ে কারও দাবি বা আপত্তি থাকলে তা আগামী ১৯ মার্চের মধ্যে লিখিতভাবে জানাতে বলেছে নির্বাচন কমিশন। 

যে সাতটি আসনে নামগত পরিবর্তন এসেছে সেগুলো হলো, মাদারীপুর-৩, ময়মনসিংহ-৪, সুনামগঞ্জ-১ ও ৩, সিলেট-১ ও ৩ এবং কক্সবাজার-৩। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)