বিদ্যুৎ এর আরেক দফা মুল্যবৃদ্ধি


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 28-02-2023

বিদ্যুৎ এর আরেক দফা মুল্যবৃদ্ধি

বাংলাদেশে বিদ্যুৎ এর দাম আরেক দফা বাড়ানো হয়েছে। সরকারের নির্বাহী আদেশে মঙ্গলবার রাতে বিদ্যুৎতের এ মুল্যবৃদ্ধির ঘোষনা দেয়া হয়। এবার ভোক্তাপর্যায়ে প্রতি ইউনিট এর মুল্য পাচ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন খুচড়া মুল্য মার্চ মাসের বিল থেকে ভোক্তাদের পরিশোধ করতে হবে। 

এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। এটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সর্বশেষ ৩০শে জানুয়ারির প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ৫ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয় বিদ্যুতের দাম।

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে এ বছর প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১২ বার ও খুচরা পর্যায়ে ১৩ বার বাড়ানো হয় বিদ্যুতের দাম।

উল্লেখ্য, এর আগে গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম নির্ধারণ করতো এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ সংক্রান্ত আইন সংশোধন করে এ ক্ষমতা হাতে নিয়েছে সরকার। এরপর থেকে নির্বাহী আদেশে দাম বাড়াচ্ছে বিদ্যুৎ বিভাগ। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)