আমি মুসলিম ও সংখ্যালঘু কম্যুনিটি পক্ষে কাজ করছি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 01-03-2023

আমি মুসলিম ও সংখ্যালঘু কম্যুনিটি পক্ষে কাজ করছি

আমি মানবাধিকার এবং মুসলিম সংখ্যালঘু কম্যুনিটির পক্ষে কাজ করছি। যে কারণে আমাকে নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। এই সব চ্যালেঞ্জ আমাকে আরো শক্তিশালী করেছে। গত ২৫ ফেব্রুয়ারি লংআইল্যান্ডে কম্যুনিটি নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদের বাসায় এক ফান্ড রেইজিং অনুষ্ঠানে আমেরিকার আলোচিত এবং শক্তিশালী কংগ্রেসওম্যান ইহলান ওমর এ সব কথা বলেন।

হোস্ট কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কংগ্রেসওম্যার ইহলান ওমর। কো- হোস্ট হিসাবে ছিলেন মাজেদা উদ্দিন এবং কো- অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন ডা. মাসুদুর রহমান, ডা. মজিবুর রহমান মজুমদার, ডা. সাঈদুর রহমান চৌধুরী, মোহাম্মদ হাশেম, নিউইয়র্ক সিটি মেয়রের দক্ষিণ এশিয়ান বিষয়ক উপদেষ্টা ও জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বাংলা চ্যানেল, রূপসী বাংলা এবং শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, জেবিবিএ’র ভাইস প্রেসিডেন্ট বাবু খান প্রমুখ।

অনুষ্ঠানে কংগ্রেসওম্যান ইহলাম ওমর তাকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি সব সময় মুসলিম এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে কাজ করছি। এর জন্য আমাকে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে, অনেক বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছে। এই চ্যালেঞ্জ আমাকে আরো শক্তিশালী করেছে। তিনি বলেন, আমি যখন নির্বাচন করি তখন আমার প্রতিদ্বন্দ্বীরা আমাদের চেয়ে অনেক এগিয়ে থাকে ফান্ড সংগ্রহে। কিন্তু আমরা তা করতে পারিনা। সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে। তিনি আরো বলেন, আমি সব সময় মুসলিম এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করে যাবো।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)