আবারও বন্দুকযুদ্ধে নিহত


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 17-04-2022

আবারও বন্দুকযুদ্ধে নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বর্হিভুত হত্যাকান্ডও মানবাধিকার প্রসঙ্গ টেনে র‌্যাব ও সংস্থাটির শীর্ষ সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয়ার চার মাসের মাথায় একটি বন্দুকযুদ্ধ নিহত হওয়ার ঘটনা ঘটলো। কুমিল্লায় শনিবার (১৬ এপ্রিল) রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজু (৩৫) নামে একজনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 

শনিবার রাতে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি ভারতীয় সীমান্ত এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রাজু কুমিল্লা আদর্শ সদর সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার ছেলে। কুমিল্লার র‌্যাবের একটি বিশ্বস্থ সুত্র নিশ্চিত করেছে এ তথ্য। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রাজু গুলি চালাতে থাকেন। পরে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় র‌্যাব। এতে রাজু গুরুতর আহত হন , পরে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয় এবং পরবর্তীতে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। 

এর আগে গত ১৩ এপ্রিল বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় সাংবাদিক মহিউদ্দিন সরকারকে গুলি করে পালিয়ে যান দুর্বৃত্তরা । পরে রাত সাড়ে দশটার দিকে স্থানীয় দুই যুবক এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সরকার ব্রাহ্মণপাড়া উপজেলার ইউনিয়নের গ্রামের বাসিন্দা। তিনি আনন্দ টেলিভিশনের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। বর্তমানে দৈনিক কুমিল্লার নামের একটি সংবাদপত্রের স্টাফ রিপোর্টার পদে কর্মরত ছিলেন। 

এ ঘটনার পরদিন বৃহস্পতিবার ১৪ এপ্রিল নিহতের মা- মাদক কারবারি রাজুসহ তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ছয় জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা করেন। যার এক নম্বর আসামি ছিলেন রাজু। 

 এদিকে রাজু বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর নাজমা আক্তার তার ছেলে হত্যার প্রধান আসামি নিহত হওয়ার জন্য সন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)