২১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণায় গ্রেস মেংয়ের বিল উত্থাপন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 01-03-2023

২১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণায় গ্রেস মেংয়ের বিল উত্থাপন

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছুটি ঘোষণার আহ্বান জানিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে আবারো বিল উত্থাপন করেছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। ডেমোক্রাট দলীয় এই কংগ্রেসওম্যান নিউইয়র্কের ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন। কংগ্রেসম্যান গ্রেস মেং বাংলাদেশি কমিউনিটির পরীক্ষিত বন্ধু।

গত ২১ ফেব্রুয়ারি তিনি বিলটি উত্থাপন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের লক্ষ্য ও আদর্শকে সমর্থন করে ২১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করে একটি কংগ্রেশনাল রেজুলেশন গঠনের জন্য তিনি প্রতিনিধি পরিষদকে আহ্বান জানান। 

মেং বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষাবাদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেসকো) দ্বারা ১৯৯৯ সালের নভেম্বরে স্বীকৃত হয়। নিউইয়র্কের কুইন্সসহ সারা বিশ্বে যারা দিবসটি উদযাপন করছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)