ইংল্যান্ডের কাছে সিরিজ হার বাংলাদেশের


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 03-03-2023

ইংল্যান্ডের কাছে সিরিজ হার বাংলাদেশের

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় অধরাই থাকলো! ঘরের মাঠে সিরিজ জয়ের সাফল্যে উড়তে থাকা বাংলাদেশের ছন্দপতন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জলাঞ্জলি দিয়ে ফেলেছে ইতিমধ্যে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলায় অনুষ্টিত সিরিজের প্রথম দুই ম্যাচে টানা হেরে ওই সিরিজ হাতছাড়া। আজ ছিল সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে টেনেটুনে ইংল্যান্ড জিতলেও এবার পাত্তাই দেয়নি স্বাগতিকদের। বাংলাদেশের ক্রিকেটারদের অনেকটাই ধুলোধুনা করে শক্তির তরতম্যটা দেখিয়েই তারা জিতেছে নিয়েছে ম্যাচ এক তরফাভাবে। যেমনটা ব্যাটে, তেমনি বোলিংয়ে। ইংল্যান্ডের যেন চেনা মাঠেই খেলা! অথচ এ মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলে গেছে তারা ২০১৬ সনে। সেবারও তারা ২-১ এ সিরিজ জিতেছিল। আর এবার তো ইতিমধ্যে ২-০। বাকীটা চট্টগ্রামে জিততে পারলে উল্টা বাংলাওয়াশ করে রেখে যাবে তারা সাকিব তামিমদের।

দিবারাতের এ ম্যাচে প্রথম ব্যাটিং করে ইংল্যান্ড সংগ্রহ করেছিল ৩২৬/৭ রান। এ ম্যাচেও এক ইংলিশ ব্যাটসম্যান সেঞ্চুরী করেছেন। প্রথম ম্যাচে ডেভিড মালানের পর এবার সেঞ্চুরী করেন জেসন রয়। তার করা ১৩২ রানের উপর ভর করেই ইংল্যান্ড ওই পাহাড়সম উচ্চতায় নিয়ে যায় দলীয় স্কোর। ১২৪ বলে ওই রান করেন তিনি এক ছক্কা ও ১৮ চারের সাহায্যে। এছাড়া জস বাটলারের ৭৬ রানের ইনিংসটা খুব কাজে দিয়েছে। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন নেন তিন উইকেট। এছাড়া মেহেদি মিরাজ নিয়েছেন ২ উইকেট


সাকিব হাফ সেঞ্চুরী করেছেন। কিন্তু সেটা পর্যাপ্ত ছিলনা জয়ের জন্য/ছবি সংগ্রহীত 



এরপর ৩২৭ রানের চ্যালেঞ্জিং স্কোর সামনে রেখে খেলতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা পরে যান নার্ভাসে। দলের ১ রানে আউট হন ওপেনার লিটন কুমার দাস এরপর ওয়ান ডাউনে নামা নাজমুল শান্ত। প্রথম ওভারের ঘটনা এটা। এরপর দলের ৯ রানে অভিজ্ঞ মুশফিকুর রহীম। ব্যাস! এ স্কোর আর টেনে নেয়া সম্ভব কিভাবে? এরপর শুধু সন্মান বাচানো। ইংল্যান্ড বোলারদের মোকাবেলা করে কিভাবে কিছু রান করে দলে টিকে থাকা যায় সে লড়াই। তাতে সফল ছিলেন সাকিব। খেলেন ৫৮ রানের ইনিংস। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের ৩২, আফিফের ২৩। ইনিংস শেষ হয়ে যায় ৪৪.৪ ওভারে ১৯৪ রানে। বাংলাদেশের বড় হার ১৩২ রানে। তামিম করেছিলেণ ৩৫। স্যাম কুরান ও আদিল রশীদ নেন চারটি করে উইকেট। জেসন রয় ম্যান অব দ্যা ম্যাচের জন্য নির্বাচিত হন। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)