শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের পিঙ্গারপ্রিন্টের জন্য যেতে হবে না


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-03-2023

শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের পিঙ্গারপ্রিন্টের জন্য যেতে হবে না

শারীরিকভাবে অক্ষম বা স্বাস্থ্যগত কারণে চলাচলে অক্ষম ইমিগ্রেশন সংক্রান্ত আবেদনকারী এবং দুর্গম- দূরবর্তী এলাকায় বসবাসকারীদের জন্য ইউএস ইমিগ্রেশন বিভাগ নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা অনুযায়ী শারীরিকভাবে অক্ষম এবং দূরবর্তীস্থানে বসবাসকারী ব্যক্তিরা ইউএসসিআইএসএর নিজস্ব বিবেচনার ভিত্তিতে নির্ধারিত মোবাইল অ্যাপয়েন্টমেন্টে যোগ দিতে পারেন। মোবাইল বায়োমেট্রিক সাধারণত ইউএসসিআইএস কর্মচারি এবং ঠিকাদার দ্বারা পরিচালিত। ইউএসসিআইএস তার নিজস্ব বিশেষজ্ঞ দ্বারা বিবেচনার ভিত্তিতে এবং কেইস বাই কেইস যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত স্থানে বসবাসকারী ব্যক্তিগতভাবে এপ্লিকেশন সাপোর্ট সেন্টারে যেতে অক্ষম বা শারীরিকভাবে অক্ষম তাদের মোবাইল বায়োমেট্রিক সংগ্রহ পরিসেবা প্রদান করবে। যারা মোবাইল বায়োমেট্রিক সেন্টারেও যেতে অক্ষম তারা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অন্যান্য অফিসের মাধ্যমে সমন্বয় করে এই বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। এই দুই ক্যাটারির লোকদের আর প্রিঙ্গারপ্রিন্টের জন্য ইমিগ্রেশন অফিসে যেতে হবে না।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)