ঘড়ির কাঁটা মিলিয়ে নিন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-03-2023

ঘড়ির কাঁটা মিলিয়ে নিন

আগামী ১২ মার্চ দিবাগত রাতে ঘড়ির কাঁটা মিলিয়ে নিন। এই দিন থেকেই শুরু হচ্ছে ডে টাইম সেভিংস টাইম। আগামী ১২ মার্চ দিনাবগ রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নিতে হবে। অর্থাৎ রাত ২টার সময় ঘড়ির কাঁটা এগিয়ে ৩টায় চলে যাবে। আগে এক সময় হাত দিয়ে ঘড়ির কাঁটা পরিবর্তন করতে হতো। এখন ডিজিটাল হাওয়াতে সব ডিভাইজের কাঁটাই আপনাআপনি নির্দিষ্ট কাঁটায় চলে যায়। যদিও যাদের অ্যানালগ ডিভাইজ রয়েছে, তাদের নিজ হাতে কাঁটা পরিবর্তন করতে হবে। ঘড়ির কাঁটা এগিয়ে যাওয়ার কারণে এই দিন সবাই এক ঘণ্টা কম ঘুমাতে পারবেন। আর যাদের সকালবেলায় কাজে যেতে হয়, তাদের সময় পরিবর্তনের কথা মাথায় রাখতে হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)