নিউইয়র্ক মহানগর বিএনপির দক্ষিণের সভা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-03-2023

নিউইয়র্ক মহানগর বিএনপির দক্ষিণের সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের আওতাধীন বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের ব্রুকলিন বোরোর নিউকার্ক এলাকায় গত ৫ মার্চ ব্রুকলিন শাখার কমিটি করার লক্ষ্যে দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্রুকলিন কমিটি  করার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল এবং পরিচালনা করেন ব্রুকলিন বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মানিক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সোহরাব হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক খলকুর রহমান, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল হক মিশন, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক শাহাদাৎ হোসেন রাজু, দক্ষিণের যুগ্ম-সদস্যসচিব সাইদুর খান ডিউক, মহানগর উত্তরের যুগ্ম-সদস্যসচিব মোহাম্মদ কামরুল হাসান, জামাল উদ্দিন, যুক্তরাষ্ট্র যুবদলের সাংঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, বাদল ভূইয়া, শাহজান সিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা বলেন, বাংলাদেশ আজ নব্য বিশ্ব বেহায়ার খপ্পরে পড়েছে। এই বিশ্ব বেহায়ার হাত থেকে বাংলাদেশকে আজ মুক্ত করতে হবে, স্বাধীনতা ও সার্বভৌমত্ত রক্ষা করতে হবে। নব্য স্বৈরাচারকে হটাতে হলে প্রবাসী বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

প্রধান বক্তা সদস্য সচিব মো. বদিউল আলম বলেন, এই অবৈধ শেখ হাসিনা সরকারকে বলতে চাই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না এবং নির্বাচন করতেও দেয়া হবে না।

সভাপতির সমাপনি বক্তব্যে দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল সবাই উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য মো. জামালুর রহমান চোধুরী, ব্রুকলিন বিএনপি নেতা মনির হোসেন, কামাল উদ্দিন, মোহাম্মদ রহমান, মো. এন ইসলাম, মো. লিটন মৃধা, মো. মাহফুজ, নুর ইসলাম বাবুল, নুর হোসেন, মিজানুর রহমান সিমু, আব্দুল কাদের, এইচ এম ইসলাম প্রমুখ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)