বিএনপির নতুন কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 11-03-2023

বিএনপির নতুন কর্মসূচি

নতুন কর্মসূচি ঘোষনা করেছে বিএনপি। চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৮ মার্চ দেশের সব মহানগরে সমাবেশ করবে বিএনপি। আজ শনিবার রাজধানীর বাড্ডায় মানববন্ধন কর্মসূচি থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।

বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট গত ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। এ কর্মসূচি তারই অংশ বিশেষ। 

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপি আজ সারা দেশের ৭৫টি সাংগঠনিক জেলায় (জেলা ও মহানগর) মানববন্ধন করেছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর দক্ষিণে যাত্রাবাড়ী থেকে শুরু করে উত্তরে টঙ্গীর আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি করে দল।

উল্লেখ্য, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের এই মানববন্ধন কর্মসূচি। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)