২০২৩ সালে ৬৭ মিলিয়ন আমেরিকান সোস্যাল সিকিউরিটি বেনিফিট নিচ্ছেন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 15-03-2023

২০২৩ সালে ৬৭ মিলিয়ন আমেরিকান সোস্যাল সিকিউরিটি বেনিফিট নিচ্ছেন

সোস্যাল সিকিউরিটি হল মিলিয়ন মিলিয়ন আমেরিকান অবসপ্রাপ্ত, প্রতিবন্ধী ব্যক্তি এবং অবসরপ্রাপ্ত অক্ষম বা মৃত কর্মীর পরিবারে অর্থনৈতিক নিরাপত্তার ভিত্তি। ২০২২ সালে ১৬৯ মিলিয়ন আমেরিকান সোস্যাল সিকিউরিটি ট্যাক্স প্রদান করেন এবং ৬৩ মিলিয়ন আমেরিকান মাসিক সোস্যাল সিকিউরিটি বেনিফিট গ্রহণ করেন। প্রতি চারজনের মধ্যে একটি পরিবার সোস্যাল সিকিউরিটি থেকে বেনিফিট পান। এ প্রোগ্রাম মূলত একটি পে-অ্যাজ ইউ-গো প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে  শ্রমিকরা সামাজিক নিরাপত্তা কর প্রদান করে এবং চাকরি শেষে এই অর্থ মাসিক হিসাবে ফিরে আসে। 

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ৬৭ মিলিয়ন আমেরিকান সোস্যাল সিকিউরিটি বেনিফিন পাওয়া যোগ্যতা লাভ করেছেন। এরফলে বছরে এক ট্রিলিয়ন ডলারের বেশি বেনিফিট প্রদান করবে।

সোস্যাল সিকিউরিটি বেশিরভাগ বয়স্ক আমেরিকানদের আয়েন প্রধান উৎস। ৩১ শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রতি দশ জন আমেরিকানদের মধ্যে প্রায় নয় জন সোস্যাল সিকিউরটি বেনিফিট গ্রহণ করেন। বয়স্ক সোশ্যাল সিকিউরিটি সুবিধাভোগীদের মধ্যে ৩৭% পুরুষ এবং ৪২% মহিলা। বেনিফিশিয়ারের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে ৪৮.৬ মিলিয়ন অবসরপ্রাপ্ত কর্মী এসএমআই বেনিফিট গ্রহণ করেন। গড়ে প্রত্যেকে ১৮২৫ ডলার সুবিধা গ্রহণ করেন। ২০২৩ সালে আনুমানিক ১৮৩ মিলিয়ন কর্মী কর্মসংস্থান কাজ করার এবং সোস্যাল সিকিউরটি ট্যাক্স প্রদান করবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)