প্রাপ্তবয়স্কদের উচিত অন্তত: একবার হেপাটাইটিস বি পরীক্ষা করা


দেশ রিপোর্ট: , আপডেট করা হয়েছে : 16-03-2023

প্রাপ্তবয়স্কদের উচিত অন্তত: একবার  হেপাটাইটিস বি পরীক্ষা করা

ইউএস সেন্টার অব ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বা সিডিসি গত ১০ মার্চ এক বিবৃতিতে প্রত্যেক প্রাপ্ত বয়স্কদের জীবনে অন্তত: একবার হেপাটাইটিস বি পরীক্ষা করার জন্য আহবান জানিয়েছে। সিডিসি অবসরপ্রাপ্ত অপ্রাপ্তদের হেপাটাইটিস পরীক্ষা করার জন্য সুপারিশ করছে। হেপাটাইটিস বি লিভারের রোগ এবং ক্যান্সারের সাথে যুক্ত এক ধরনের অসুস্থতা। এটি রক্ত বা শারিরীক তরলের মাধ্যমে ছড়ায় যা যৌন, গর্ভাবস্থা বা প্রসবের সময় ঘটতে পারে। অসাবধানতাবসত ইনজেকশনের মাধ্যমে ছড়ানোর আশঙ্কা রয়েছে। সিডিসির তথ্য অনুযায়ী ছয় লক্ষ থেকে প্রায় তিন মিলিয়ন মানুষ হেপাটাইটিস বি নিয়ে বসবাস করছে এবং তাদের দুই-তৃতীয়াংশ তাদের সংক্রমণ সম্পর্কে জানে না। সিডিসি প্রত্যেক ১৮ বছর বা তার বেশি বয়সি প্রত্যেকের জন্য অন্তত: একবার স্ক্রিনিং করার পরামর্শ দিয়েছে। দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা জন্য বেশ কিছু ওষুধ রয়েছে। হেপাটাইটিস বি সংক্রমণের বিরুদ্ধে একটি কার্যকরি ভ্যাকসিনও রয়েছে।

ক্রনিক বা দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি সংক্রমণ অনেককে অসুস্থ করে তোলে। এমনিক মৃত্যুর কারণ হতে পারে। সিডিসি প্রতিটি গর্ভবতি মহিলাকে গর্ভাবস্থায় স্ক্রীন করার পরামর্শ দিয়েছে। এমনকি অতীতে যাদের হেপাটাইটিস বি এর টিকা দেয়া হয়েছে বা পরীক্ষা করা হয়েছে। হেপাটাইটিস বি সংক্রমণের লক্ষণগুলির মধ্যে ¦, ক্লান্তি, পেটে ব্যাথা, গাঢ় প্র¯্রাব এবং জন্ডিসও হতে পারে। আক্রান্ত হওয়ার পর লক্ষণগুলো দেখা দিতে হয়েক মাস লাগতে পারে এবং কয়েক সপ্তাহ বা মাস স্থায়ী হতে পারে। যারা ক্রনিক বা দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি বিকাশে অগ্রসর হন তারা প্রায়শই ভাল বোধ করেন এবং লক্ষণ থাকে না, কখনও কখনও কয়েক দশক ধরে কোন লক্ষণ দেখা যায় না কিন্তু তিনি আক্রান্ত। কিন্তু যখন উপসর্গ দেখা দেয় সেগুলো অত্যন্ত তীব্র সংক্রমণের মত প্রকাশ পায়। তখন এডভান্স লিভার ডিজিজের লক্ষণ দেখা দেয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)