১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 16-03-2023

১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথসভা শেষে এক সংবাদ ব্রিফিঙে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিসমূহ হচ্ছে, ২৬ মার্চ ভোরে দলীয় কার্যালয়ে দলীয ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় সাভারে জাতীয় স্মৃতি সৌধের উদ্দেশ্যে যাত্রা এবং শ্রদ্ধা নিবেদন ও সাভার থেকে ঢাকায় ফিরে এসে শেরে বাংলা নগরে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ। ২৫ মার্চ সকাল ১১টায় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা। মহানগর নাট্যমঞ্চে অথবা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অনুমতি সাপেক্ষে তা হবে।

২৭ মার্চ সকাল ১১টায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মুক্তিযোদ্ধা গণসমাবেশ হবে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।


দিবস উপলক্ষে বিএনপি পোস্টারও প্রকাশ করবে। জেলা-উপজেলায় দলের সকল ইউনিট স্বাধীনতা দিবসের কর্মসূচি করবে। এছাড়া দলের সহযোগী ও অঙ্গসংগঠনও আলাদাভাবে কর্মসূচিও করবে।

মির্জা ফখরুল বলেন, ‘‘ দেশের গণতন্ত্রহীন এই অবস্থার মধ্যে এবারকার যে ২৬ মার্চ, এবারকার যে স্বাধীণতা দিবস এটা অনেক বেশি গুরুত্ব বহন করে, এটা অনেক বেশি প্রাসঙ্গিক এবং অনেক বেশি আমাদেরকে সেই যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়। তাই্ এই মহানগর দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্মরণ করবার জন্য নতুন করে শপথ নেওয়ার জন্য আমরা এই দিনটিকে পালন করতে চাই। আমরা এবার সব মিলিয়ে ১০দিন এই কর্মসূচি পালন করব। আমাদের দেশের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন শহীদ প্রেডিডেন্ট জিয়াউর রহমান তাকে আবার আমরা স্মরণ করতে চাই,স্মরণ করতে চাই, আমাদের যে সমস্ত শহীদদেরকে যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, আমরা স্মরণ করতে চাই, সেই সকল নেতাদেরকে যারা আমাদেরকে এই স্বাধীনতা যুদ্ধে সামনের দিকে নিয়েছিলেন।”


২৬ মার্চের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান বিএনপি মহাসচিব।


বিএনপি মহাসচিবের সভাপতিত্বে যৌথ সভায় বিএনপির আমান উল্লাহ আমান,আবদুস সালাম, আবদুস সালাম আজাদ, শহ্দি উদ্দিন চৌধুরী এ্যানি, এব্এিম মোশাররফ হোসেন, আবদুল খালেক, তাইফুল ইসলাম টিপু, আবদুস সাত্তার পাটোয়ারি, মহিলা দলের আফরোজা আব্বাস, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, মহানগর বিএনপির আমিনুল হক, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, শ্রমিক দলে মোস্তাফিজুল করীম মজুমদার, মতস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, আবদুর রহিম, তাঁতী দলের আবুল কালাম আজাদ, জাসাসের হেলাল খান, উলাম দলের শাহ নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদার, ছাত্র দলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।




প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)