২৩ মার্চ থেকে পবিত্র মাহে রমজান


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 23-03-2023

২৩ মার্চ থেকে পবিত্র মাহে রমজান

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। রমজান উপলক্ষে বাংলাদেশি মালিকানাধীন স্টোরগুলোতে চলছে বিশেষ সেল। অন্যদিকে বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজনপার্ক, ব্রুকলিন এবং ব্রঙ্কসে বাংলাদেশি মালিকানাধীন মসজিদগুলোতে নেয়া হয়েছে বিশেষ কর্মসূচি। বিভিন্ন মসজিদের কমিটি এবং ইমামদের সঙ্গে আলাপকালে তারা জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে অধিকাংশ মসজিদে তারাবির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। তারা জানান, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২৩ মার্চ থেকে রমজান শুরু হচ্ছে।


২৩ মার্চ রমজান শুরু হলে ২২ মার্চ থেকে তারাবি শুরু হবে। তারা জানান, নিউইয়র্কসহ উত্তর আমেরিকার অধিকাংশ মসজিদে খতম তারাবির ব্যবস্থা করা হয়েছে। তবে কোনো মসজিদে সুরা তারাবির ব্যবস্থা করা হয়েছে। তারা আরো জানান, একসময় নিউইয়র্কে খতম তারাবির জন্য ইমামের সংকট থাকলেও এখন ইমামের সংকট নেই। একসময় বাংলাদেশ থেকে ইমাম আনা হতো, এখন আর প্রয়োজন নেই। কারণ প্রবাসে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের অনেকেই বিভিন্ন মসজিদে গিয়ে কোরআনে হাফেজ হয়েছেন।


ইমামরা আরো জানান, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস এবং আত্মসংযমের মাস। নেয়ামতের মাস। যে কারণে প্রতিটি মুসলমানকে এই সুযোগ গ্রহণ করা উচিত। তারা জানান, যে মুসলমান রমজানে তাকে পাপমুক্ত করতে পারেনি, তার মতো দুভার্গা আর কেউ নেই। সুতরাং প্রত্যেকের উচিত রোজা রাখা, নামাজ পড়া এবং আল্লাহর কাছ থেকে পাপমুক্ত হওয়া।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)