গ্রহণযোগ্য নির্বাচনে সরকার বদ্ধপরিকর


বস্টন প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 23-03-2023

গ্রহণযোগ্য নির্বাচনে সরকার বদ্ধপরিকর

সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে কোন দল তাতে অংশগ্রহণ না করলে সরকারের করার কিছু নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেন, কোন অবস্থাতেই নির্বাচনকালীন সময়ে কোন অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে। অন্যদিকে বর্তমান সরকারের উপর  জনগণের পূর্ণ আস্থা রয়েছে। গত ২০ মার্চ সোমবার যুক্তরাষ্ট্রের বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত অগ্নিঝরা মার্চের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বস্টনের স্থানীয় একটি রেস্তোরায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের কনসাল জেনারেল ডঃ মনিরুল ইসলাম। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের সঞ্চালনায় এ অনুষ্ঠানে নানা বিষয়ে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের সংগে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া আলোচনায় অংশ নেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, তপন চৌধুরী, ইদ্রিস আলী, অধ্যাপক আহমেদ হাসান, মিন্টো কামরুজ্জামান, মোহাম্মদ মিয়াজী, সেলিম জাহাঙ্গীর, জিয়াউল হাসান, মোহাম্মদ নুর হোসেন, তাহেরা আহমেদ মিতু প্রমুখ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)