মিশিগানে একই দিনে ছয়টি সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত


জুয়েল খান, মিশিগান থেকে , আপডেট করা হয়েছে : 21-04-2022

মিশিগানে একই দিনে ছয়টি সংগঠনের  ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির  ছয়টি সামাজিক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল ১৭ এপ্রিল রবিবার  একই দিনে পৃথক স্থানে অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ সমিতি মিশিগানের উদ্যোগে  হ্যামট্রামিক সিটির কনান্ট রোডে অবস্থিত রেশমী রেষ্টুরেন্টে খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হেলাল খান।

গোলাপগঞ্জ সমিতি মিশিগানের সাধারণ সম্পাদক খোকন আহমদের পরিচালনায় ইফতার ও দোয়া মাফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ সোসাইটি অব মিশিগানের  প্রধান ইলেকশন কমিশনার  শাহ খালিশ  মিনার।  দোয়া মাহফিলে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএস এর  সভাপতি হেলাল  উদ্দীন রানা। সহসভাপতি   শফিক রহমান। ইফতারের পূর্বে দোয়া মাফিল পরিচালনা করেন মাওলানা আবু তাহের। 

হ্যামট্রামিক সিটির কনান্ট রোডে মদিনা রেষ্টুরেন্টে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  জকিগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ  ইফতার মাফিলওয়ারেন সিটির আল-ইহসান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে  অংশ  নেয়ায় কমিউনিটার বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে ধন্যবান জানিয়ে বক্তব্য রাখেন জকিগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ   সভাপতি কাজী এবাদ ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ।

 হ্যামট্রামিক সিটির কনান্ট রোডে অবস্থিত কাবাব হাউসে ঢাকা দক্ষিণ ভাদেশ্বরবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে অংশ নেয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মামুন উদ্দীন সমছু ও আলিমুজ্জামান আজাদ।

ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগান  এর  ইফতার ও দোয়া মাহফিল  ওয়ারেন সিটির বিসমিল্লাহ কাবাব হাউসে অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগ কল্যাণ সংঘের সভাপতি  ফিরোজ মাহমুদের সভাপতিত্বে  এবং সংগঠনের  সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমদ সবাইকে উপস্থিত  হওয়ায়  ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। 

হবিগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএর ইফতার মাফিল হ্যামট্রামিক সিটির কনান্ট রোডে বায়তুল মোকাররম জামে মসজিদে অনুষ্ঠিত হয়।  হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের দোয়া ও ইফতার মাহফিলের বক্তব্য রাখেন হবিগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএর  সভাপতি সাহিন আহমদ ও সাধারণ সম্পাদক শেখ তাজ উদ্দীন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)