শনিবার দুই ঘন্টার অবস্থান কর্মসূচি বিএনপিসহ সমমনা জোটের


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 31-03-2023

শনিবার দুই ঘন্টার অবস্থান কর্মসূচি বিএনপিসহ সমমনা জোটের

সরকার পদত্যাগের ১০ দফা দাবিতে শনিবার যুগপতভাবে রাজধানীসহ সারাদেশে মহানগর ও জেলা সদরে দুই ঘন্টার অবস্থান কর্মসূচি করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। মহানগর বিএনপি উত্তর-দক্ষিন যৌথভাবে রাজধানীতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচিতে বসবে।

 দলের কেন্দ্রীয় দফতর জানায়, ঢাকা ছাড়াও শনিবার সকল মহানগর ও জেলা সদরে একই সময়ে এই অবস্থান কর্মসূচি হবে। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।


এছাড়া ‘১২ দলীয় জোট’ বিজয় নগর পানির ট্যাংকের সামনে, বাংলাদেশ লেবার পার্টি ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আলাদাভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এবং গণতান্ত্রিক বাম ঐক্য পল্টন মোড়ে অবস্থান কর্মসূচি করবে। এসব কর্মসূচি শুরু হবে সকাল ১১টায়।


এছাড়া বিকাল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি পান্থপথে দলের কার্যালয়ের সামনে, এবং বিকাল ৪টায় ‘গণফোরাম-পিপলস পার্টি’ আরামবাগে গণফোরাম চত্বরে দুই ঘন্টা গণ-অবস্থান কর্মসূচি করবে।


গণসংহতি ্আন্দোলন শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সরকারের দমনপীড়নের ্প্রতিবাদে সমাবেশ করবে।


গণঅধিকার পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা গণমাধ্যমে স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, র‌্যাবের হেফাজতে নওগাঁয়ের সুলতানা জেসমিনের মৃত্যু এবং দ্রব্যমূল্যের ঊধর্বগতির প্রতিবাদে শনিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে।


গণতন্ত্র মঞ্চের নেতাদের সাথে আলাপ করে জানা গেছে, শনিবার তাদের কোনো কর্মসূচি নাই। রোববার বিএনপির সাথে তাদের সংলাপ আছে। এর পরদিন তারা বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবে।


সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি নিয়ে গত বছরের ২৩ ডিসেম্বর থেকে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক জোট যুগপত আন্দোলন শুরু করে। তারা ধারাবাহিকভাবে গণমিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ,  মানববন্ধন কর্মসূচি, প্রতিবাদ সমাবেশের কর্মসূচি করেছে যুগপতভাবেই।

এরপর তারা ১২ ফেব্রুয়ারি থেকে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মহানগর পর্যন্ত কয়েক দফায় পদযাত্রার কর্মসূচি করেছে। রমজান মাস শুরুর আগে গত ১৮ মার্চ সর্বশেষ তারা সারাদেশে প্রতিবাদ সমাবেশ করে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)