যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৮ অভিবাসীর মরদেহ উদ্ধার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 05-04-2023

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৮ অভিবাসীর মরদেহ উদ্ধার

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে একটি জলাভূমি থেকে গত ৩১ মার্চ শিশুসহ আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে, তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। উল্টে যাওয়া নৌকার কাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় পুলিশপ্রধান শন ডুলুড এক সংবাদ সম্মেলনে বলেছেন, পানি থেকে আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকায় থাকা ছয় জন দুই পরিবারের। একজন রোমানীয় বংশোদ্ভূত। তার কানাডার পাসপোর্ট রয়েছে। আরেকজন ভারতীয় নারী। গত ৩০ মার্চ রাতের দিকে তাদের উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে। তার বয়স তিন বছরের নিচে।

কানাডা সরকার বলছে, তারা সবাই কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। মোহাক ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলটি কানাডার কুইবেক, ওন্টারিও প্রদেশ ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে বিস্তৃত।

নৌকাটি আকারে খুবই ছোট ছিল। বৃষ্টি, ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। কানাডা সরকার বলেছে, অর্থের প্রলোভনে পড়ে অথবা অপরাধী সংগঠনগুলো প্রভাবিত করায় এভাবে অভিবাসীরা সীমান্ত পার হন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)