লাইফ সাপোর্টে ডা. জাফরুল্লাহ চৌধুরী


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 10-04-2023

লাইফ সাপোর্টে  ডা. জাফরুল্লাহ চৌধুরী

বেশ কিছুদিন যাবৎ অসুস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ অসুস্থ শরীর নিয়েও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতেও অংশ নিতে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকার পর আজ সোমবার এবার লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। 

গত ৩ এপ্রিল থেকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি কল্পে রোববার (৯ এপ্রিল) একদল বিশেষাজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠিত হয়। মুলত সে বোর্ডের পরামর্শেই চলছিল পরের সময়। কিন্তু অবস্থার অবণতিতে তাকে এবার লাইফ সাপোর্টে নেয়া হলো। তার ভর্তি হওয়া হাসপাতাল গণস্বাস্থ্য কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিকেল বোর্ডে রয়েছেন কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষাজ্ঞ ও ইনটেনসিভিষ্ট চিকিৎসকগন। 

মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী সাংবাদিকদের বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিকেল বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়েছে। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)